আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
এটি আমার ফটোশপ যাদু বিষয়ক ৬৬ তম টিউন,
আজকের আলোচনার বিষয় হল কিভাবে আমরা এনিমেশন তৈরি করতে পারি। এনিমেশন নিয়ে আমি অলরেডি ৫/৬ টি টিউন করে ফেললাম আশা করি আর এনিমেশন কি তা আর বলে বুঝাতে হবে না।
এই নিচের এনিএমশন টি তৈরি করতে ফটোশপে পাশাপাশি ইমেজ রেডি (imageready) ও লাগবে। প্রথমে আপনি যে ছবি দিয়ে পৃথিবীর মত এনিমেশন তৈরি করতে চান সেই ছবিটি ফটোশপে ওপেন করুন নিচে আমার মত করে।
এবার কি-বোর্ড থেকে CTRL+T প্রেস করে ছবিকে ঘুরান।
এবার ছবির একটি ডুপ্লিকেট লেয়ার নিন। নিচের মত করে।
তারপর একটু ঘুরিয়ে আরেকটি ডুপ্লিকেট লেয়ার নিন, এভাবে ছবিটিকে আস্তে আস্তে ঘুরিয়ে কয়েকটি ডুপ্লিকেট লেয়ার নিন। নিচে দেখুন আমি ১২ টি ডুপ্লিকেট লেয়ার নিয়েছে। কাজ টি করা পর্যন্ত।
এখনো আমাদের এনিমশন হয় নাই এখন আমরা এনিমেশন দিতে হলে imageready তে ক্লিক করব।
তারপর নিচের চিহ্নে ক্লিক করে Make Frames From Layers এক ক্লিক করুন।
এবার প্লে বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে।
সবশেষ এনিমেশন এর স্পীড ২ সেকেন্ড করে দিন সবগুলোর।
ব্যাস কাজ শেষ এবার gif ফরমেটে Save করে রাখুন।
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।
ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
যাদুকর 🙂 চালিয়ে যান