আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
এটি আমার ফটোশপ যাদু বিষয়ক ৬৪ তম টিউন,
আজকের আলোচনার বিষয় হল কিভাবে আমরা লেখার ভিতর ছবি দেওয়া যায় তার নিয়ম।
আজ আমরা শিখব কিভাবে প্রিয়জনের নামের মধ্যে পছন্দের ছবি দেওয়া যায় তার নিয়ম।
তাহলে আসুন শুরু করা যাক আজকের পর্ব।
প্রথমে ফটোশপ চালু করুন,
তারপর File>new তে গিয়ে আপনার লেখা অনুযায়ী একটি পেজ নিন।
এবার টুলবার থেকে TypeTool সিলেক্ট করে আপনার পছন্দের নামটুকু লিখুন।
এবার লেখাগুলোর মধ্যে এক এক করে আপনার ছবি গুলো বসিয়ে দিন।
এখন আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে লেয়ার গুলো স্টেপ বাই স্টেপ আছে কিনা না থাকলে ঠিক করে নিন।
এবার আপনি সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে, লেখাকে অন্য জায়গাও নিতে পারবেন।
সবশেষ করা আমাদের কাজটি.
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।
ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই কাজ হয় না তো,
তৃতীয় ও চতুর্থ স্টেপ এর পর কি রবো।
একটু বিস্তারিত বলবেন।