ফটোশপ এর যাদু [পর্ব-৬২] :: আসুন আমরা টিটিকে পানিতে ভাসাই (মজার টিপস)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

অনেকে টিউনের হেড লাইন দেখে ভাবতেছেন হোছাইন ভাই এগুলো কি বলে, টিটিকে পানিতে ভাসাবে! হ্যাঁ আমরা টিটি কে আজই পানিতে ভাসাব, বাস্তবে না কিন্তু তা ফটোশপে।
ইনশাআল্লাহ ফটোশপ নিয়ে ১০০ টি টিউন করব @ করার পর রয়েছে একটি চমক যা এখন বলব না ফটোসপ যাদুর ১০০ তম টিউনে বলব। সাথে থাকবেন কিন্তু।

তাহলে শিখে নিয় আজকের টিউন টি।
প্রথমে ফটোশপ চালু করুন।
তারপর নিচের মত একটি ছবি নিন।

এবার Tool বার থেকে Text টুল সিলেক্ট করে নিচের মত আপনার কথাটুকু লিখুন যে লেখাকে আপনি পানিতে ভাসাতে চান।

এবার আপনি একটু আগে যে লেখাটি লিখেছেন, তা কিন্তু লেয়ারে শো করছে, এখন এই লেয়ার উপর রাইট বাটনে ক্লিক করুন, ইফেক্ট দেওয়ার জন্য কারন আপনি যদি ফটোশপে লেখার উপর ইফেক্ট দিতে চান তাহলে লেখাকে Resterizer Layer করতে হবে, তা নাহলে লেখার মধ্যে ইফেক্ট পড়বে না।

এবার টুলবার থেকে Elliptical marquee Tool সিলেক্ট করে নিচের মত Feather দিন।

এবার কি-বোর্ড থেকে দুইবার Delete কি প্রেস করুন, তাহলে আমাদের লেখাটি পানির সাথে মিশে যাবে।

ফাইনাল আউটফুট ছবিটি।

আরো ফটোশপের যাদু দেখতে এবং মজা পেতে সাথেই থাকুন।

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আপনার প্রতিটি টিউন আমার কাছে নুতুন কিছু শিখার অনুপ্রেরনা জুগায় ধন্যবাদ হুসাইন ভাই আপনাকে !

ধন্যবাদ আপনাকে……