আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
যারা ফটোসপের কাজ শিখতে আগ্রহী তাদের জন্য আমার কষ্টের টিউন গুলো তৈরি করা। অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop) একটি গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। সাধারণ ভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামে ডাকা হয়। গ্রাফিক্সের যতগুলি সফটওয়্যার আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ফটোশপ। টমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন।
ফটোশপ নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট এ বলবেন ইনশাআল্লাহ সমস্যা সমাধান করতে চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউন।
আজ আমরা শিখব কিভাবে ফটোশপে এর মাধ্যমে লেখার এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম।
প্রথমে ফটোশপ চালু করুন।
তারপর File>New কমান্ড দিয়ে নিচের মত করে একটি পেজ নিন।
এবার Tool Bar থেকে Type Tool সিলেক্ট করে নিচের মত করে লিখুন।
এখন আমরা যেখা লিখাটি লিখলাম এটার Duplicate Layer নিব এই জন্য এনিমেশন তৈরি করতে কাজ হবে।
এভাবে যত লেখা হবে সব লেখার Duplicate Layer নিতে হবে।
এক এক করে লিখে ফেললাম আমার লেখাগুলো আপনি আপনার লেখাগুলো লিখুন উপরের নিয়ম অনুসারে।
আর লেখার এনিমেশন সুন্দর হবার জন্য আমরা দিতে পারি লেখার বিভিন্ন কালার।
তারপর উপরের দেখানো মত কাজ করুন তাহলে ইমেজ রেডি চালু হবে। তারপর নিচের চিহ্নে ক্লিক করে Make Frames From Layers এক ক্লিক করুন।
এইবার এনিমেশন Play বাটনে দেখুন যদি এনিমশন খুব স্পীডে হয় তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুন।
এবার আবার প্লে করে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখবেন। তো সব কিছু ঠিক থাকলে File>Save Optimized বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
সবশেষ এই নিয়মে করা নিচের এনিমেশটি দেখুন কত সুন্দর হয়েছে, এবার আপনার চেষ্টা করুন দেখবেন অকেক সহজ।
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
আপনার টিউন মানেই ফাটাইয়া দিবেন স্বাভাবিক 🙂 ধন্যবাদ