ফটোশপ এর যাদু [পর্ব-৬০] :: পানির মধ্যে দিন আপনার ছবির ইফেক্ট (বুঝা যাবে না বাস্তব না অবাস্তব ছবি)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

ফটোশপ যাদুর বেশ লম্বা একটা বিরতি পরে গেল, আসলে কাজের চাপ হঠাৎ করে এত্ত বেড়ে গেছে, ইচ্ছে থাকলেও টিউন করার সময়ই বের করতে পারছি না। তারপরেও টিটির সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা সবাইকে।

ফটোশপের যে কত গুন সেটা যারা জানে আর বোঝে তারাই ভাল বলতে পারবে। যদিও আমি বেশি কিছু জানিনা তার পরও যা জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা আজ শিখব কিভাবে পানিতে ছবির প্রতিবিম্ব সৃষ্টি করা যায় তার নিয়ম।
চলুন শুরু করা যাক আজকের টিউন।
প্রথমে আমাদের নিচের মত দুটি ছবি নিতে হবে।

এবার আমরা যে ছবির প্রতিবিম্ব সৃষ্টি করব সে ছবিটি Pen Tool দিয়ে পাথ করে ২নাম্বার ছবিতে মুভ করব।তারপর Tool বার থেকে Elliptical marquee Tool সিলেক্ট করে নিচের মত Feather দিয়ে কি-বোর্ড থেকে দুইবার Delete কি প্রেস করুন।

তাহলে আমাদের কাজ টি নিচের মত পানির সাথে মিশে যাবে।

এবার আমরা আমাদের ছবির একটি লেয়ার কপি করব, নিচের মত করে।

এবার টুলবার থেকে Move সিলেক্ট করুন। উপরের অপশন বার থেকে Show Bounding Box সিলেক্ট করুন।

এইবার Duplicate Layer টি সিলেক্ট থাকায় অবস্থায় কিবোর্ড থেকে ctrl ধরে mouse দিয়ে নিচের দিকে ড্রাগ/মুভ করুন।

পানির সাথে বুঝা যাচ্ছে তাই আমরা Opacity কমিয়ে দিব, তাহলে আর বুঝা যাবে না।

ব্যাস তৈরি হয়ে গেল আর আমরা যদি ঢেউ এর মত করতে চাই তাহলে মেনু থেকে Filter>Liquify> ক্লিক করুন। তারপর নিচের মত করে Ok করুন।

সবশেষ ফাইনাল আউটফুট ছবিটি।

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ @ আপনার আফটার ইফেক্ট এর ভিডিটা দেখলাম খারাপ ভাল হয়েছে@ আরো চাই ।

হোছাইন আহম্মদ ভাই আপনার প্রতিটা টিউন আমার খুবই ভালো লাগে । একটা অনুরোধ যদি আপনার তথ্য ভান্ডারে ফটোশপে ষ্টুডিওতে ছবির কাজ করার জন্য যে কমান্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি টিউটোরিয়াল আকারে দিতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ।

হোছাইন আহম্মদ ভাই আপনার প্রতিটা টিউন আমার খুবই ভালো লাগে । একটা অনুরোধ যদি আপনার তথ্য ভান্ডারে ফটোশপে ষ্টুডিওতে ছবির কাজ করার জন্য যে কমান্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি টিউটোরিয়াল আকারে দিতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ।

অসাধারন ।