চলুন এক ক্লিক এ ফোল্ডার আইকন তৈরি করি ফটোশপ একশন ব্যবহার করে

আমার টিউন এ সবাইকে স্বাগতম জানাই,  আশা করি সবাই ভালো আছেন !

আজকে আমি আপনাদের জন্য ফোল্ডার আইকন বানানোর একটি নতুন পদ্ধতি নিয়ে হাজির হয়েছি, এই পদ্ধতিতে আপনারা মাত্র ১ মিনিটে ফোল্ডার আইকন তৈরি করতে পারবেন।

তো চলুন দেখা যাক কীভাবে এক ক্লিক এ ফোল্ডার আইকন বানানো যায়, এই পদ্ধতির মূল জিনসটি হল ফটোশপ একশন।

যারা ফটোশপ প্রফেশনাল ভাবে বা ফটোশপ কে সবসময় ব্যবহার করেন তারা নিশ্চয় জানেন ফটোশপের একশন কি জিনিস, যারা জানেন না তাদের জন্য বলছি,

ফটোশপ একশন একটি রেকর্ডার এবং প্লেয়ার এর মতো কাজ করে যেমন ধরুন আপনি ক্যামেরা দিয়ে কোন ভিডিও রেকর্ড করলেন তারপর সেটাকে প্লে করলে আপনি একি জিনিস বার বার দেখতে পাবেন, একইভাবে আমরা ফটোশপ একশন দিয়ে ফটোশপ এর কাজের ধাপ গুলো রেকর্ড করে রাখতে পারি এবং পরে সেটাকে প্লে করলে ফটোশপ নিজে নিজেই আগের ধাপ (ইংলিশ এ যাকে বলে স্টেপ) গুলো রিপিট করে,

আপনাকে একি কাজ বার বার করতে হবে না, তো বুঝতে পারছেন তো ফটোশপ একশন এর সুবিধে কাতো।

এর আগে আমি ফোল্ডার বানানোর ফুল পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতি ব্যবহার করলে একটু সময় লাগে তাই, আমি আপনাদের জন্য একটি ফটোশপ একশন বানিয়েছি যা দিয়ে আপনারা এক ক্লিক এ মুভির জন্য ফোল্ডার আইকন তৈরি করতে পারবেন।

আপনাকে আমার ফটোশপ একশনটি ডাউনলোড করতে হবে, নীচে ডাউনলোড লিঙ্ক দিলাম। তারপর সেটাকে ফটোশপ এ লোড করে নিতে হবে, এবার আপনার মুভির ছবিটি ফটোশপ এ ওপেন করে কীবোর্ড থেকে Ctrl+F12 চাপতে হবে Crop Tool সিলেক্ট হয়ে যাবে ক্রপ করে এন্টার চাপ দিন বেস আপনার ফোল্ডার আইকন তৈরি হয়ে যাবে।

এই ফটোশপ একশনটি কীভাবে ব্যবহার করবেন তা ভালো ভাবে বুঝতে হলে আপনাকে একবার নীচের ভিডিওটি একবার দেখতে হবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

ফটোশপ একশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আমার টিউনটি ভালো লাগলে আমর YouTube চ্যানেলটি এখানে ক্লিক করে Subscribe করবেন 

টিউনটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফেসবুকে আমি, কোন সমস্যা হলে জানাবেন।

Level 0

আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস