আজ থেকেই করুন ডিজাইন কনটেস্ট ৯৯ডিজাইন অথবা ফ্রীলানছ্যার ডট কম এ

আপনারা অনেকেই লোগো, বিজনেজ কার্ড, বুক কভার,ওয়েব পেজ ডিজাইন করতে পারেন
ফটোশপ ও ইলাস্ট্রেটর এ . কিন্তু বসে বসে সুধু ভিডিও টিউটোরিয়াল দেখে যাচ্ছেন না পারছেন  কোন কনটেস্ট করতে
টাকা ইনকাম করতে। এভাবে বসে থাকলে তো আর হয় না। তাই আমি বলবো আজ কেই খুলে ফেলুন ৯৯ডিজাইন এ একটি
আইডি। নিছের ডিজাইন গুলো আমারি করা।

আর নিওমিত লোও রেট ৩০ ডলার থেকে ২০০ ডলার এর কনটেস্ট গুলো করুন এতে আপনার অনেক অভিজ্ঞতা বারবে
সাতে পাবেন বায়ার এর রেটিং আপনি নিজে বুজতে পারবেন আপনার ডিজাইন গুলো কেমন হচ্ছে আপনার এখন কি করা দরকার।
যারা গ্রাফিক্স ডিজাইন এর কোন কোর্স শেষ করেছে প্রফেশনাল কোন কাজ করতে যাচ্ছে তাদের কেও আমি এই কথাই বলবো
যে আপনি আগে ৯৯ডিজাইন এ ৩ মাস কন টেস্ট করুন তার পর আপনি প্রফেশনাল  কোন কাজ এ হাত দিন এতে আপনার সাফল্য ১০০%  আসবে।

আর আপনি যখন এ কোন কনটেস্ট এ ডিজাইন জমা দিবেন তখনেই বায়ার এর দেওয়া ব্রিফ টি ভালো করে পরে নিবেন। আপনি যদি ইংলিশ এ ভাল না হন তাহলেও কোন চিন্তা করার দরকার নাই আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করুন।
আর আপনি হয়তো ভাল করে জেনে থাকবেন যে ৯৯ডিজাইন অনেক বড় প্লাটফর্ম সো এখানে ভালো ডিজাইন ছাড়া  কন টেস্ট যেতার কোন আশা নেই। তাই ভালো ভালো ডিজাইনার দের ডিজাইন ফলো করুন।
আর যেকোন একটা ডিজাইন দিয়ে সুরু করুন আপনি যদি লোগো ভালো বানাতে পারেন তাহলে লোগো ডিজাইন টাই আগে ভালো করে করুন তার পর অন্য টায় হাত দিন।

ডিজাইন করার ক্ষেত্রে মনে রাখবেন যে ডিজাইন করার পর এই প্রেজেন্টেশন টাও একটা বড় দিক তাই ভালো ভালো পি এস ডি ফরমেট এর লোগো মকাপ (mockup) ব্যবহার করুন এতে করে আপনার ডিজাইন আরো সুন্দর হবে। আপনি যদি mockup সম্বন্ধে না জানেন গুগল এ mockup লিখে একটা সার্চ দিন তাহলে আপনি mockup  সম্পর্কে জানতে পারবেন। কিছু mockup আছে ফ্রী তে পাওয়া যায় এগুল ব্যবহার করুন প্রথমত। (আপনারা চাইলে আমি mockup  নিয়ে একটি টিউন ও করতে পারি)।
ও হ্যাঁ আর একটি কথা না বললেই নয় আপনি যখন ডিজাইন টি করতে যাচ্ছেন তখন আর একটি বিষয় মাথায় রাখবেন বায়ার কার কার ডিজাইন এ বেশি রেটিং করলো।  যেই ডিজাইন গুলো তে রেটিং করবে ওই ডিজাইন গুলা দেখে নিন কয়েক বার। রেটিং করা ডিজাইন গুলোর মতো ডিজাইন করবেন (হুবুহু কপি করবেন না তাইলে বাঁশ)।

এভাবে কয়েক দিন ডিজাইন করুন না সাফল্য ১০০% আসবে।
আমি মাত্র তিন দিন  কনটেস্ট করে ৫স্টার রেটিং পেয়েছি আপনারও করুন আপনারও পাবেন। আমার ডিজাইন টির লিঙ্ক। #618 by Sky™  ডিজাইন টি আমার।
আর একটা কথা আপনারা চাইলে আমি ডিজাইন নিয়ে নিয়মিত লিখতে পারি । কোন বিষয় না বুঝলে টিউনমেন্ট করুন আমি আপনাদের সাথেই আছি। আমি নতুল লেখক লেখায় ভুল থাকলে বলবেন।

Level 0

আমি ইউ কে এম মিল্টন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ame akto alada takte like kore.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আয় করতে চান ? দেখুন কিভাবে শজ পদ্দতিতে, রেজিস্ট্রেসান করার সাথে সাথে প্রিমিয়াম মেম্বার, ৭ এড এ ১ডলার,৫ডলার হলে পে আউট করেন… http://investncash.com/?ref=arafinaraf অতবা রেফার কিনেন, টাকা না দিলে আমি দিবো। ৫০ পাড়ছেন্ট রেফার বুনাস, বাছাই করা সাইট, আল্লাহ হাফেজ……

রাফিন আরা এসব বন্ধ করেন । নতুন দের এমন ভুল পথে নিয়ে যাবেন না

99design নিয়ে টিউটোরিয়াল দিলে ভাল হত।

    আমি ৯৯ডিজাইন নিয়ে টিউটোরিয়াল দিব । আশা করি আমার সাথেই থাকবেন।

ভাই নতুনদের কাজে আসবে যদি বলতেন কোন সফ্টওয়ার ব্যবহার করে এই ডিজাইন করেন ।
মানে আমি বলতে চাচ্ছিলাম যে ডিজাইন করার ভাল সফ্টওয়ার কোনটি ??

bro. apni 99design niye ekta purnanggo tune koren. plz khub upokar hoto. kono guide line passi na