ফটোশপে লেয়ার অপাসিটি (Opacity) বনাম ফিল (Fill)

ফটোশপ ব্যবহারকারীদের কাছ থেকে আমি যে সাধারণ প্রশ্নটি শুনি, তা শুধু বিগিনারদের মাঝ থেকে নয়, যে লেয়ার পেনেলে অপাসিটি আর ফিল এর মাঝে মূল পার্থক্য কী? তারা কী শুধুই একই কাজ করেনা? এটা ভালো একটা প্রশ্ন, কারণ অধিকাংশ সময়ই এদের কাজ প্রায় সমান হয়।

উভয় টাই লেয়ারের ট্রান্সপারেন্সি নিয়ন্ত্রন করে। এরা উভয়ই উপরের সিলেক্ট করা লেয়ার এর মধ্য দিয়ে নীচের লেয়ারকে কতটুকু দেখা যাবে তা ঠিক করে। সাধারনত লেয়ার এর ট্রান্সপারেন্সি কমাতে আমরা অপাসেটি এর মান কমাই। কিন্তু যদি ফিল অপশনেরও ট্রান্সপারেন্সি কমানোর কাজ থাকে তাহলে কীসের জন্য দুটি একই কাজের টুল রাখা হলো? তাদের মধ্যে পার্থক্য অবশ্যই থাকতে হবে, ঠিক না?

আপনি ঠিক বুঝেছেন, অপাসেটি আর ফিলের মাঝে প্রধান পার্থক্য হয় যখন আমরা ফটোশপের লেয়ায়র স্টাইল নিয়ে কাজ করি। আপনি যদি আপনার লেয়ারে stroke, drop shadow, bevel and emboss or outer glow এর মতো কোন স্টাইল এড না করেন, তাহলে আপনি অপাসেটি বা ফিল উভয়ের মান কমালে একই ফল পাবেন। অপরপক্ষে আপনি যদি এক বা একাধিক স্টাইল এপ্লাই করেন অপাসেটি আর ফিল সম্পূর্ণ আলাদা আচরণ করবে। চলুন একটা উদাহরণ দেখা যাকঃ-

এখানে আমি একটা ফটো এড করেছি ফটোশপে, আমি কিছু সিম্পল টেক্সট এড করেছি, শব্দটি হলো- “DREAM”,

A photo of a girl daydreaming. Image licensed from Fotolia by Photoshop Essentials.com

আমরা যদি লেয়ার পেনেলের দিকে তাকাই, আমরা দেখব যে, বালিকাটির ফটোটি ব্যকগ্রাউন্ড লেয়ারে বসে আছে। এবং “Dream” শব্দটি এর উপরে সরাসরি  Type লেয়েয়ারের উপর আছে। আমি আমার টাইপ লেয়ারের উপরে এর একটি কপি করে কিছু সময়ের জন্য অফ করে রেখেছি।

The Layers panel in Photoshop. Image © 2011 Photoshop Essentials.com

অপাসেটি অপশনটি লেয়ার পেনেলের উপরের ডান দিকের কোনায় আছে। এবং ফিল অপশনটি সরাসরি তার নিচেই আছে। পূর্বনির্ধারিত ভাবে উভয়ের মানই ১০০% সেট করা থাকে। এর মানে হলো আমার টেক্সট যা সিলেক্ট করা আছে তা সম্পূর্ণভাবে দৃশ্যমান।

The Opacity and Fill options in the Layers panel in Photoshop. Image © 2011 Photoshop Essentials.com

চলুন দেখি এই অপাসেটি ভেলু ৫০% এ কমিয়ে কী ঘটে।

Lowering the layer opacity to 50%. Image © 2011 Photoshop Essentials.com

৫০% অপাসেটি কমানোয় “Dream” শব্দটির স্বচ্ছতা ৫০% কমে যাবে, এবং এর মধ্য দিয়ে নীচের ফটোটি আংশিকভাবে দেখা যাবে।

The text in the document is now 50% transparent. Image © 2011 Photoshop Essentials.com

আমি অপাসেটি এর মান ১০০% এ ফিরিয়ে নিয়ে ফিল এর মান  ৫০% এ কমিয়ে আনব।

Lowering the Fill value of the layer to 50%. Image © 2011 Photoshop Essentials.com

ফিল ৫০% সেট করায় টেক্সটি আবার ৫০% স্বচ্ছ হয়ে যায়, এবং আমরা একইরকম ফল পাই, যেরকম আমরা একটু আগে অপাসেটি এরমান কমিয়ে পেয়েছিলাম।

The text in the document is now 50% transparent. Image © 2011 Photoshop Essentials.com

লেয়ার স্টাইলের সাথে অপাসেটি বনাম ফিল

এখন পর্যন্ত আমরা অপাসেটি এবং ফিলের মাঝে কোন পার্থক্য দেখতে পাইনি। কিন্তু এগুলো আপ্লাই হয়েছিলো সেসব লেয়ারে যেখানে কোন লেয়ার স্টাইল ব্যবহার করা হয় নি। চলুন দেখি আমরা যদি ভিন্ন লেয়ার ব্যবহার করি তাহলে কী ঘটে। আমি আমার টাইপ লেয়ারটি অফ করে দিচ্ছি এর Layer visibility icon এ টাইপ করে।

The layer visibility icon in the Layers panel. Image © 2011 Photoshop Essentials.com

এর ফলে মূল টাইপ লেয়ারটি হাইড হয়ে যাবে, তারপর আমি টাইপ লেয়ারের কপি লেয়ারটি তে ক্লিক করে এর  layer visibility icon এ ক্লিক করলে তা অন হবে।

Turning on a layer in the Layers panel. Image © 2011 Photoshop Essentials.com

এই নতুন লেয়ারে উপরের টার মতো একই টেক্সট আছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণো পার্থক্য হলো আমি কিছু লেয়ার স্টাইল এতে এড করেছি। একটা stroke, a faint drop shadow, এবং একটি  bevel and emboss এফেক্ট। আমরা লেখার চারপাশে stroke দেখতে পাচ্ছি আর drop shadow দেখতে পারেন লেখার পিছন দিকে। bevel and emboss  এফেক্ট দেখা অনেকটা কঠিন যখন ফিল থাকে সাদা কালারের।

The same text with layer styles added. Image © 2011 Photoshop Essentials.com

“fx” বাটনের ডান পাশের ছোট তীর এ ক্লিক করে এই লেয়ারের এফেক্ট এর লিস্ট দেখা যাবে। শুধু দেখার জন্য যে এখানে Drop Shadow, Bevel and Emboss এবং Stroke effect গুলো টেক্সটে এপ্লাই হয়েছে কিনা।

The list of layer effects in the Layers panel. Image © 2011 Photoshop Essentials.com

চলুন দেখি এই লেয়ারে কী ঘটে যদি আমি এর অপাসেটি এর মান ৫০% এ কমিয়ে আনি।

Lowering the Opacity of the text to 50%, with layer styles applied to the text. Image © 2011 Photoshop Essentials.com

নতুন লেয়ারের অপাসেটি কমানোয় আমরা এই লেয়ারের সকল কিছুই ৫০% ট্রান্সপারেন্ট করেছি। সবকিছু বলতে আমি শুধু টেক্সট কে বুঝাচ্ছি না বরং এতে এপ্লাই থাকা সকল এফেক্ট কেও বুঝাচ্ছি। এই লেয়ারের যে কোন কিছু বা সবকিছুই এখন্ ৫০% স্বচ্ছ, অপাসেটি মান কমানোয়।

The text and the layer styles applied to it are all 50% transparent. Image © 2011 Photoshop Essentials.com

এখন পর্যন্ত কোন বড়ো বিস্ময় কর কিছু ঘটেনি। আমি অপাসেটি এর মান আবার ১০০% এ পরিবর্তন করব এবং ফিল এর মান ৫০% এ নামিয়ে আনলাম।

Lowering the Fill value of the text to 50%, with layer styles applied to the text. Image © 2011 Photoshop Essentials.com

এটাই হলো সে পার্থক্য যা আমরা অপাসেটি আর ফিলের মধ্যে পাই। অপাসেটি এর মান কমালে লেয়ারের সব কিছুরই স্বচ্ছতা কমে যায় জিন্তু ফিলের মান কমালে শুধু টেক্সটের স্বচ্ছতা কমে যায়। আমি যে লেয়ার স্টাইল এড করেছি তা ১০০% দৃশ্যমান আছে। Stroke, Drop Shadow এবং Bevel and Emboss এফেক্টস ফিল এর মান পরিবর্তনের কারণে কোন পরিবর্তিত হয়নি। টেক্সট এর স্বচ্ছতা ৫০% এ কমে যাওয়ায় আমরা এখন Bevel and Emboss ও দেখতে পাচ্ছি।

The text is now 50% transparent but the layer styles remain 100% opaque. Image © 2011 Photoshop Essentials.com

চলুন ফিল এর মান ০% এ নামিয়ে দেখি কী হয়।

Lowering the Fill value of the text to 0%, with layer styles applied to the text. Image © 2011 Photoshop Essentials.com

ফিল এর মান ০% করে দেয়ায় এখন সম্পুর্ণ টেক্সটি স্বচ্ছ হয়ে গেছে। কিন্তু এতে এপ্লাই হওয়া লেয়ার স্টাইল গুলো সম্পূর্ণ ভাবে দৃশ্যমান আছে। ফিল এর মান লেয়ারের স্টাইলকে কোন ভাবে প্রভাবিত করে না, আমাকে চমতকার একটি টেক্সট এফেক্ট করতে দেয় যা অপাসেটি ভেলু দিয়ে সম্ভব নয়।

The text is now 100% transparent while the layer styles remain 100% visible. Image © 2011 Photoshop Essentials.com

এবং এটাই হলো অপাসেটি আর ফিল এর মাঝে মূল পার্থক্য। অপাসিটি লেয়ারের যে কোন কিছু এবং সব কিছুতেই পরিবর্তন আনে, এমনকি লেয়ার স্টাইলেও। অপরপক্ষে ফিল এর মান শুধুই লেয়ারের মূল কন্টেন্টে পরিবর্তন আনে। যেটা এখানে আমাদের টেক্সটে হয়েছে। লেয়ারের স্টাইল যা ফটোশপ লেয়ারের আসল কন্টেন্ট থেকে আলাদা হিসেবে বিবেচনা করে তা ১০০% দৃশ্যমান আর অপরিবর্তিত থাকে, ফিল ভেলু এ মাধ্যমে।

আমি শুরুতেই বলেছি যে, বেশিরভাগ সময় যখন আপনি কোন লেয়ারের ট্রান্সপারেন্সি কমাতে চান তখন অপাসেটি কমাতে পারেন। কিন্তু যদি আপনার লেয়ার স্টাইল এপ্লাই করা থাকে এবং যদি স্টাইলকে ১০০% দৃশ্যমান রেখে শুধু কন্টেন্টের পরিবর্তন করতে চান, যেভাবে আমাদের উদাহরণে হয়েছে, তাহলে অপাসেটি কে ১০০% দৃশ্যমান রেখে ফিল এর পরিবর্তে ফিল এর মান কমিয়ে আপনার এফেক্ট  তৈরী করতে পারেন।

Level 0

আমি মানাফ রনক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । তবে ভিডিও আকারে দিলে ভালো হতো।

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ।

এগিয়ে যান!!!

ভালো লিখেছেন।