সবাইকে রমজানুল মোবারক ও ঈদের অগীম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দ্বিতীয় টিউন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহযেই একটি ছবিতে Basket Weave Effect দেওয়া যায়।
চলুন শুরু করা যাক।
প্রথমেই যে photo টিতে আপনি Basket Effect দিতে চান তা photoshop এ open করুন।
এবার আপনার Photoshop এর forground এবং background color যথাক্রমে black এবং white সেট করুন।
এবার আপনার layer plate এ যান এবং background layer এর দুইটি copy তৈরি করুন।copy তৈরি করতে আপনার keyboard থেকে Ctrl+J চাপুন দুইবার।
এবার আপনার background layer টি select করুন এবং Alt+Delete চেপে এটিকে black color দ্বারা fill করুন।
এাবর আপনার black background টির আরো দুইটি copy তৈরি করুন।
Edit>Preferences>Guides,Grid & Slices.. এ যান।
একটি নতুন window খুলবে এবং নিচের তথ্য গুলো সেট করে নিন এবং OK চাপুন।
View>Show>Grid এ যান।
এবার আপনাপ photo টি এরকম দেখাবে।
এবার আপনার rectangular marquee tool select করুন এবং দেখে নিন Add selection box টি select করা আছে কি না। না থাকলে করে নিন।
এবার প্রতি দুইটি রো select করুন এবং একটি করে রো বাদ দিয়ে সম্পূর্ন ছবিটি select করুন।
1
2
সম্পূর্ন select করার পর Ctrl+T চেপে selection কে ৪৫ ডিগ্রী কোনে ঘুরিয়ে দিন।
এবার layer1 select করে Add layer mask icon এ click করুন।
Click করার পর layer1 এ একটি layer mask তৈরি হবে।
এবার background copy 1 select করুন।
এবার পূবের মত select করে selection কে আগের বিপরীত দিকে অথ্যাৎ -৪৫ ডিগ্রী কোনে ঘুরিয়ে ok চাপন।
এবার ঠিক আগের মত করে layer 1 copy এর এটি layer mask তৈরি করুন।
করার পর keyboard থেকে Ctrl+H চেপে Grid Hide করে ফেলুন। করার পর ছবিটি দেখতে এরকম হবে।
এবার Ctrl+layer 1 mask এর উপর ক্লিক করে select করুন।
এখন layer 1 copy select করে Ctrl+Shift+Alt চেপে layer 1 copy এর উপর ক্লিক করুন এতে উভয় layer mask টি selection হবে।
Select>Save selection ক্লিক করুন selection টি save করে রাখার জন্য। এটি পরে আমাদের কাজে লাগবে।
এবার কিবোড থেকে Q চাপুন quickness করার জন্য এতে ছবিটি এরকম দেখাবে।
এবার Paint Bucket tool টি select করে একটি করে ঘর বাদ দিয়ে সবগুলো ঘর পূরণ করুন নিচের মত করে।
Keboard থেকে Q চাপুন আবার তাহলে ফাকা ঘরগুলো SELECT হয়ে যাবে।
এবার Ctrl+J চাপন তাহলে SELECT করা অংশটির একটি নতুন
LAYER তৈরি হবে চিত্রের মত layer 2
এবার আগের save করা selection টি Channel plate এ গিয়ে Ctrl+Alpha 1 এ ক্লিক করে select করুন
এবার layer plate এ ফিরে layer 1 select করে আগের মত Q চেপে QUICKNESS তৈরি করুন।
এবার আগের মত করে Paint tool নিয়ে যে ঘরগুলো আগেরবার খালি ছিল ঐগুলো পূরণ করুন। এবং Q চেপে খালি ঘর গুলো select করুন।
আগের মত করে layer 1 select করে Ctrl+J চেপে select করা অংশের নতুন layer 3 তৈরি করুন
নতুন layer 3 এর Clipping mask তৈরি করার জন্য Ctrl+Alt+G চাপি। একি ভাবে LAYER 2 এর ও একটি Clipping mask তৈরি করি।
এবার layer 3 এর উপর ডাবল ক্লিক করে layer style window open করে নিচের তথ্যগুলো পূরন করে ok চাপি। এবং পরে এই কাজটিই layer 2 তেও করি এবং ok চাপি।
উভয় লেয়ারে layer style দেওয়ার পর ছবিটি এরকম দেখাবে।
সব শেষে আপনার তৈরি করা Basket Weave Effect photo টি JPEG Format এ Save করে নিন।
ধন্যবাদ
টিউনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন
টিউনটি বুঝতে কোন সমস্যা হলে আমাকে সরাসরি ফেজবুকে জানাতে পারেন
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune. waiting for next one