কেমন আছেন সবাই? নিশ্চয় ভাল?
আজ আমি অনেক দিন পরে আমার প্রিয় টেকটিউনে একটি টিউন করছি। ফটোশপ নিয়ে লেখার ইচ্ছে আছে মাঝে মাঝে…তাই সঙ্গেই খাকুন।
আমার এই টিউটোরিয়াল দেখে, আপনি সহজেই আপনার জন্য একটা সুন্দর মুভির Poster বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি, টিউটোরিয়ালটি ভালোই লাগবে। আর ফটোশপ এমন একটি সফটয়ার যার চাহিদা দিন দিন বাড়ছেই। এই টিউটোরিয়াল দেখে আপনি্ আপনার জন্য অথব market place জন্য ডিজাইন করতে পারবেন। তো এবার শুরু করা যাক।
১। প্রথমে ফটোশপের ফাইল মেনু থেকে নতুন একটি পেইজ নেই, যার সাইজ হবে 3567*5020 px এবং ডকুমেন্ট সাইজ হবে 11.89*16.733 in
২। এবার নতুন একটি background ইমেজ যোগ করি। এবং background ইমেজর opacity 20 করে দেই।
৩। এবার background ইমেজের উপরে আমাদের মডেলের ছবি ড্রাগ করি। আমি এখানে fitness model "Lazar Angelov" এর ছবি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের ছবি ইউজ করতে পারেন।
৪। এর পর background ইমেজের উপর মাউস রেখে keyboard Ctrl + J বাটন চাপি। এর ফলে background ইমেজের একটা কপি হবে। এর opacity 60 করে দেই।
৫। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে create clipping mask করে দেই। এর ফলে আপনার ছবির উপরে clipping mask তৈরি হবে।
৬। এর পর adjust মেনুর label, curave,color balance এর ব্যবহার করে কিছু কালার adjust করে দেই।
এই টিউনটি আমি আমার ইউটিউবে আপলোড করেছি আরও ভালোভাবে শিখতে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।
Photoshop Manipulation Tutorials | Creative movie Poster Design
আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...