সবাইকে রমজানুল মোবারক ও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন। যেহেতু আমি নতুন টিউনার তাই ভূলত্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং ত্রুটিগুলো টিউমেন্টের মাধ্যমে তুলে ধরবেন।
এই tutorial টির মাধ্যমে আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহযেই আপনি তৈরি করতে পারেন Stencil Banner Text Effect. চলুন শুরু করা যাক…..
১. Rectangles এবং Text তৈরি করন
ধাপ-১
প্রথমেই আপনার Photoshop open করুন এবং background color #edebdf সেট করে নিন। Background color সেট করতে Background color picker এর উপর ডাবল ক্লিক করুন এবং color বক্সে #edebdf কোডটি লিখুন ও OK চাপুন।
ধাপ-২
একটি 140 pixels Width এবং 200 pixels Height এবং Resolution 72 pixels এর নতুন Document খুলুন। নতুন Document খুলতে File>New তে যান অথবা আপনার keyboard থেকে Ctrl+N চাপুন এবং OK চাপুন। একটি নতুন Document খুলবে
ধাপ-৩
Layer panel থেকে আপনার background Layer এর একটি Duplicate কপি তৈরি করুন। Duplicate কপি তৈরি করতে আপনার keyboard থেকে Ctrl+ J চাপুন অথবা Layer panel এর উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে Duplicate Layer চাপুন।
এবার ঠিক একই ভাবে background Layer এর যে Lock Layer টি রয়েছে তা Delete করে ফেলুন
ধাপ-৪
এবাপ আপনার rectangle এর উপর L অক্ষরাট লিখুন অথবা (যেকোন অক্ষর যা আপনার প্রয়োজন) অক্ষরটি অবশ্যেই rectangle এর মাঝে লিখবেন। L অক্ষরটি লেখার জন্য Type tool (T) অথবা keyboard থেকে T চাপুন। Lintsec font টি Select করুন না থাকলে এখান থেকে Download করে নিন। এখন font সেট করে নিন style regular এবং size 100 pt. এ
ধাপ-৫
এখন Ctrl চেপে ধরে Text Layer এর উপর ক্লিক করে L অক্ষরটি select করুন।
ধাপ-৬
এখন background Layer টি select করে Indicate Layer visibility বন্ধ করে দিন। তীর চিহ্ন দিয়ে দেখানো স্থানে ক্লিক করুন।
ধাপ-৭
এখন Eraser tool টি Select করুন অথবা keyboard থেকে E চাপুন।এবার selected অক্ষরটি মুছে ফেলুন। মুছার পর keyboard থেকে Ctrl+D চাপুন deselect করার জন্য।
ধাপ-৮ এখন আপনার Rectangle এর উপর দিকে দুটি ছিদ্র তৈরি করুন। ছিদ্র করার জন্য Elliptical marquee tool select করুন অথবা keyboard থেকে M চাপুন। সেট করুন এবং Width 7 pixels এবং Height 7 pixels সেট করুন। অথবা (আপনার ইচ্ছা অনুযায়ী) এবং পরে তা মুছে ফেলুন।
এই পদ্ধতি অনুসরণ করে আপনার প্রয়োজনীয় অক্ষরগুলো তৈরি করে ফেলুন।
২. Background তৈরি করা
ধাপ-১
এই Image টি Download করে নিন (অথবা আপনার যদি এরকম Image কোন background থাকে) এবং তা Photoshop open করুন।
ধাপ-২
এখনCtrl + L চাপুন অথবা Image>Adjustments>Levels এ যান এবং output level 15 এ সেট করে OK চাপুন।
Level adjust করার পর এটাকে দেখতে অনেক সুন্দর লাগছে..
3. Rectangle সাজানো
ধাপ-১
তৈরি করা সকল Rectangles গুলো একে একে background এর উপর paste করুন। Rectangles গুলো select করতে Ctrl + A চাপুন copy করতে Ctrl +C চাপুন।
Copy করার পর Ctrl + V চেপে background এর উপর paste করুন।এখন Ctrl + T চেপে আপনার পছন্দ মত বসান।
সবগুলো rectangles সাজানোর পর এরকম দেখাবে….
৪. Rectangle গুলো সুতা দিয়ে ঝুলানো
ধাপ-১
এরকম একটি PNG Image Google image থেকে Download করে নিন।
ধাপ-২
Download করার পর এটি Photoshop এ open করুন।এখন PNG সুতাটি COPY করে আপনার তৈরি করা Document এর উপর paste করুন এবং Ctrl +T চেপে দরকার মত বসিয়ে OK চপুন।
বাকি অংশগুলো eraser দিয়ে মুছে ফেলুন।
এভবে বার বার Copy Paste করেে এরকম ভাবে তৈরি করুন..
ধাপ-৩
এখন আমরা Layer 1 এর একটি ছায়া (shado) তৈরি করব।তৈরি করার জন্য Layer 1 এর উপর right click করে তারপর Blending Option এচাপুন।
তারপর Drop shadow চাপুন এবং Blend Mode-Multiply, Opacity 75%, Angle 30, check Use Global Light, Distance 5 pixels, Spread 0 pixels and the Size is 5 pixels সেট করে OK চাপুন।
এখন এটাকে দেখতে এরকম দেখা যাবে….
Layer 1 এর ছায়া তৈরি করার পর Fx icon এ চেপে ধরে অন্য Layer গুলোর নিচে ছেড়ে দিন।
তারপর সর্ম্পূণ Image টি এরকম দেখাবে (JPEG Format)…
ধাপ-৩
আপনার JPEG Image টি open করুন
Filter>Blur>Gaussian Blur এ যান এবং OK চাপুন।
Radius 0.8 pixels এ সেট করুন এবং OK চাপুন।
এখন দেখতে এরকম হবে…
আপনার eraser tool select করে এর size 150 pixels এবং Opacity is 35% এবং erase to history টিক দিন করে।এর পর Rectangle গুলো যে এরিয়াতে আছে ঐ এরিয়াটুকু erase করুন নিচের মত করে।
এভাবে আপনি যা ইচ্ছে তা লিখতে পারেন।
ধন্যবাদ
টিউনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন
টিউনটি বুঝতে কোন সমস্যা হলে আমাকে সরাসরি ফেনবুকে জানাতে পারেন
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Useful tune