ফটোশপ এর অসাধারণ কারসাজি – গাড়ীর হেডলাইট এ আলো জ্বালিয়ে দিন খুব সহজেই (ভিডিও টিউটোরিয়াল)

নমস্কার বন্ধুরা,আজকের টিউন টি হল অ্যাডোব ফটোশপ এর একটি advanced feature। আজকে আমি আপনাদের শেখাব - ফটোশপ এর সাহায্যে কিভাবে একটি চারচাকা গাড়িতে কিভাবে হেডলাইট এ আলো জ্বালানো যায়। অ্যাডোব ফটোশপ এর এটি একটি চমৎকার প্রয়োগ। আপনারা হয়তো ভাবছেন একটি চারচাকা গাড়িতে কী করে হেডলাইট এ আলো জ্বালিয়ে দেওয়া সম্ভব ? এর উত্তর হল খুবই সহজ পদ্ধতিতে ও সাধারন কয়েকটি স্টেপ এর মাধ্যমে ফটোশপ এ এই অসাধ্য সাধন করা সম্ভব। শুধু তাই নয় এই পদ্ধতি ব্যবহার করে আপনারা মোটর সাইকেল, সাইকেল অথবা যে কোনো আলোর উৎস থেকে কৃত্তিম আলো তৈরি করতে পারবেন।

একটি চারচাকা গাড়িতে কিভাবে হেডলাইট এ আলো জ্বালতে গেলে আপনাকে ফটোশপ এক্সপার্ট হতে হবে। কিন্তু ঘরে বসেই আপনি এই ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে ছবিতে খুব সহজেই এই advanced এফেক্ট দিতে পারবেন। ছবিতে এই এফেক্ট ব্যবহার করে অনেকে "ইমেজ ম্যানিপুলেসন" করে থাকে। আমি ছবিতে যে সফটওয়্যার ব্যবহার করে গাড়িতে হেডলাইট থেকে আলো জ্বালিয়েছি তার নাম হল এডোবি ফটোশপ সি এস সিক্স। এডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন দারুণ সব ইমেজ ডিজাইন, টেক্সট ডিজাইন, গ্রাফিকস ডিজাইন ইত্যাদি।

এই ভিডিও টিউটোরিয়াল এ কয়েক টি সাধারণ স্টেপ এর মাধ্যমে খুব সহজেই এবং কম সময়ের মধ্যে এই " চারচাকা গাড়িতে হেডলাইট এ আলো জ্বালানোর" এফেক্ট" টি তৈরী করা হয়েছে। আমি মনে করি এই ভিডিও টিউটোরিয়াল টি দেখে প্রত্যেক শিক্ষার্থী গ্রাফিক্স ডিজাইনার বন্ধুরা অ্যাডোব ফটোশপ এর সাহায্যে আরও নতুন নতুন image এডিট করতে পারবে।

এই ভিডিও টিউটোরিয়াল টির সাহায্যে প্রত্যেক ফটোশপ এক্সপারট,গ্রাফিক্স ডিজাইনার, লোগো ডিজাইনার, ফ্রীলান্সার বন্ধুরা খুবই উপকৃত হবেন। যারা "advanced ইমেজ এডিটিং " নিয়ে কাজ করেন তারাও এই ভিডিও টিউটোরিয়াল থেকে উপকার পাবেন। আমি আশা করব এই ভিডিও টিউটোরিয়াল থেকে আইডিয়া নিয়ে আপনারা আরও সুন্দর সুন্দর ইমেজ এডিট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী টিউন এ আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে হজির হবো।

সবার জন্য শুভ কামনা রইল।

টিউন টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও টিউমেন্ট করতে ভুলবেন না।

তো যাইহোক আর বেশি কথা বাড়ালাম না।

প্রথম ছবি টি দেখতে ঠিক এইরকম হবে।

 

ইমেজ টি এডিট করার পর ঠিক এইরকম দেখতে হবে।

 

 

বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন

 

 

এই টিউন টি প্রথম প্রকাশিত হয় আমার ইউটিউব চ্যানেল এ এইখানে

 

Level 0

আমি ঈশিতা বোস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কম্পিউটার জগতে একেবারে নতুন তাই সব শিখতে চাই ও যে টুকু জানি তা শেখাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ফটোশপ ইনস্টল হচ্ছে না,,,,,সিরিয়াল কী চায়। এখন আমি কী করব?

Excellent

অর্চনা দিদি . আপনি তো ফটোশপে ভাল দক্ষ ।

ভালোভাবে ফটোশপ শিখতে কত দিন লাগতে পারে ।

দিদি আপনার বাড়ি কি পশ্চিমবঙ্গে ।