বিসমিল্লাহিরাহমানির রাহিম।
রোজার আগের দিনই টিউনতি করলাম। এটা আমার দ্বিতীয় টিউন, তাই ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।
আমি জানি না এরকম টিউন আগে হয়েছে কিনা, যদি হয় তবে আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থি।
আজকের এই টিউনে আমি আপনাদের দেখাব, কিভাবে একটি দৃষ্টি নন্দন ছবির ফ্রেম তৈরী করা যায়।
ফলাফল হবে এরকমঃ
প্রথমেই এই ছবিটি ডাউনলোড করুন।(15.3 kb) ডাউনলোড লিঙ্ক দেই নাই, কারণ তাহলে মাঝে মাঝে পাওয়া যায় না। ছবিটিতে Right click করে Save image as... এ click করে Save করুন।
এবার Photoshop ওপেন করুন।
এবারে আপনার কাঙ্খিত ছবিটি ওপেন করুন।
এখন Background লেয়ারে দুইবার ক্লিক করে Unlock করুন। এতে Layer 0 নামে নতুন লেয়ার তৈরী হবে।
Add layer mask এ ক্লিক করুন।
দেখতে এমন হবেঃ
এখন, ডাউনলোড করা ছবিটি ওপেন করুন।
Ctrl+A চেপে ধরুন। Select হলে Ctrl+C চেপে কপি করুন।
তারপর Alt চেপে ধরে ছবির লেয়ারের লেয়ার মাস্ক select করুন।
এখন সাদা হয়ে যাবে।
তারপর Ctrl+V চেপে ফ্রেমটা পেষ্ট করুন
প্রয়োজন মাফিক Transform করুন। (Ctrl+T)
ভয় নেই, ঠিক হয়ে যাবে।
আবার Layer mask এ যান। Ctrl+I চাপুন। এখন হাল্কাপাতলা ঠিক হবে।
নতুন একটি লেয়ার নিন। লেয়ারটি টেনে নিচে আনুন।
এখন, লেয়ারটি সম্পুর্ণ কালো করুন।
দেখুন যাদু। হয়ে গেল একটি অনিন্দ্য সুন্দর ফ্রেম!!!!
ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।
আগামীবার চেষ্টা করব আরো ভালো ও সুন্দর কিছু উপহার দেবার জন্য।
ভালো লাগলে [এবং না লাগলে!] টিউমেন্ট করবেন। আশা করি কোন সমস্যা হয় নাই। হলে জানাবেন।
আবারো সবাইকে,
আমি ইশতিয়াক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
কি হইল কিছুই বুঝলাম না।