ফটোশপ Blending mode এর বিস্তারিত আলোচনা- পর্ব-১

ফটোশপ দিয়ে আমরা অনেকেই নিয়মিত কাজ করছি। তাই Blending mode ও কম বেশি ব্যবহার করা হয়। কিন্তু Blending mode এর ব্যাখ্যা জানা আছি কি? নাকি পরিবর্তন করে যেটা ভাল লাগে সেটা দিয়ে দেন! যাইহোক আজকে আমি যতটুকু জানি তাই আপনাদের সাথে শেয়ার করব।

Blend mode কিভাবে কাজ করে? অথবা এর মূল কাজটা কি?

Blending mode গুলোর মূল কাজ হলো মিশিয়ে দেয়া বা Blend করা। আর এই মিশ্রনের প্রক্রিয়াটা একেক mode এ একেক রকম। যেমনঃ আপনি যখন বৃষ্টিতে ভিজেন তখন আপনার গেঞ্জি গায়ের সাথে লেপ্টে গিয়ে শরীর দেখা যায়, এটাও এক প্রকার Blend. আর একটি উদাহরণ দেয়া যাক, বিয়ের সময় পাত্রী ছবি তুলা হয় ওড়নার ভেতরে মুখ থাকে মানে ওড়নার ভেতর দিয়ে মুখ দেখা যায়। এটাও এক প্রকার blend.

Photoshop cs6 এ blend mode আছি ২৭ টি। এই ২৭টি মুড বিভিন্ন ভাগে বিভক্ত। একেকটি ভাগের কাজ একেক রকম। ভাগগুলো ইমেজ আকারে নিচে দেয়া হলোঃ

Groups of blend mode

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Blend mode এর keyboard shortcut নিচে দেয়া হলোঃ

Short key of blending mode

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই short key   ব্যবহার করার জন্য আপনার move টুল select থাকতে হবে।

Multiply, screen, overlay, soft light এই ৪টি blend mode সবচেয়ে বেশি ব্যবহার হয়।

Multiply এর কাজ হলো সাদা অংশ বাদ দেয়া। যেমনঃ নিচে দেয়া হলোঃ

Multiple blend mode

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এখন এই মেয়ের layer এর মুড multiply করে দেখুন সাদা অংশ চলে যাবে।

Multiple blend mode

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Multiply blend mode সাদা রং কে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। কালো কালোই থাকে। আর colorful image কে darker করে।

Multiple blend option

 

 

 

 

 

 

 

 

 

 

উপরের tattoo টি আমি multiply blend mode ব্যবহার করে বসিয়ে দিলাম। blending টি কেমন হলো জানাবেন।

Dissolve মুড transparent করে এবং opacity কমালে pixel গুলোকে ভেঙে দেয়। যেমনঃ

Dissolve blending mode

 

 

 

 

 

 

 

 

 

 

Soft light mode contrast বৃদ্ধি করে নিচের লেয়ারের সাথে মিশিয়ে দেয়। এবং saturation ও সামান্য বৃদ্ধি করে নিচের লেয়ারের সাথে ব্লেন্ড করে। যেমনঃ

Soft light mode example

 

 

 

 

 

 

 

 

 

বামের ছবিটি duplicate layer করুন। অতপর উপরের লেয়ারের মুড soft light করে দিন। দেখবেন ডানের ছবির মত হয়ে গেছে। দুটি ছবিতে কি পার্থক্য আছে?

Soft light mode দ্বারা কোন ইমেজের আলো বাড়ান বা কমান যায়। একটি ছবি নিন। নতুন লেয়ার নিন। এরপর সাদা রং fill করুন। সাদা রং এর লেয়ার মুড soft light করে দিন। দেখুন একটু আলোকিতভাব চলে এসেছে। একই ভাবে কালো রং নিয়ে ছবিকে অন্ধকার করা যায়।

Soft light mode দিয়ে washed out image কে ঠিক করা যায়। এখন কথা হল washed out image কাকে বলে বা কি? ছবি তোলার সময় সূর্যের আলোর কারণে ছবির রং গুলো নষ্ট হয়ে যায় অথবা কেমন যেন সাদাভাব চলে আসে। একে washed out image বলে। তো কিভাবে soft light মুড ব্যবহার করে washed out ঠিক করবেন। ছবিটি ফটোশপে খুলুন। duplicate layer করে উপরের লেয়ার soft light করে দিন। দেখুন রং গুলো জীবন্ত হয়ে গেছে।

আজকে এই পর্যন্ত থাক। ইনশাল্লায় আবার ২য় পর্ব নিয়ে হাজির হব।

এই লেখাটি এখানে প্রকাশিত হয়েছিল।

 

 

Level 0

আমি মোঃ সোলায়মান হোসেন রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ভাই কোথায় হারিয়ে গেলেন,এতো সুন্দর একটা টিউন করে আমাদের এতিম করে দিলেন বস। আপনার ” ফটোশপ Blending mode এর বিস্তারিত আলোচনা- পর্ব-২ -৩-৪ কি করেন নাই। দয়া করে দেন বস