আপনি কি Design করার সময় Color নিয়ে সমস্যায় পড়েন?

Visual যোগাযোগের ক্ষেত্রে রং একটি অন্যতম গুরুত্বপূর্ন বিষয়। এর দ্বারা কোন কিছুর meaning করা যায় আবার meaning পরিবর্তন ও করা যায়।

ডিজাইনাররা সবসময় warm color ও cool color শব্দ দুটি ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হলো এটা দিয়ে তারা কি বুঝায়? ডিজাইনারদের কাছে এটা খুব প্রয়োজনীয় বিষয়। তাহলে আসুন সংক্ষিপ্ত আলোচনা শুরু করি।

Warm Color কমলা, লাল, হলুদ অথবা এই রং গুলোর সংমিশ্রনে পাওয়া যায়। এই রং আমাদের সূর্যের আলো এবং তাপের কথা মনে করিয়ে দেয়। এই রং ব্যবহার করলে কাছে বুঝাবে। এবং জিনিসটিকে ছোট মনে হতে পারে।Warm color দিয়ে শক্তি প্রকাশ পায়। এই রং দিয়ে আমন্ত্রন প্রকাশ পায়।এই রং কে বার্তা বাহকও বলা যায়। এই রং আনন্দ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয়। রেস্টুরেন্ট এবং খাবার দোকান গুলো তাদের বিজ্ঞাপনে এই রং গুলো ব্যবহার করে।

নিচে এই রং গুলোর মানে দেয়া হলোঃ

লালঃ  ভালবাসা, আবেগ, জরুরী অবস্থা, রাগ, ক্ষুধা

কমলাঃ স্বাস্থ্য, আকর্ষণ, সম্পদ, তারুন্য, মনোযোগ

হলুদঃ উল্লাস, আশাবাদ, নতুনত্ব

গোলাপীঃ সংবেদনশীলতা, প্রেম, সরলতা

color dimension
warm and cool color detail

নীল, সবুজ, হালকা বেগুনী এই রং গুলো Cool color হিসেবে পরিচিত। এই রং গুলো শান্তভাব প্রকাশ করে। এই রং গুলো স্থিরতা ও প্রকাশ করে। কোন জিনিসকে একটু বড় দেখাতে হলে এই রং ব্যবহার করা যেতে পারে।

Cool color ব্যাকগ্রাউন্ড হিসেবে বহুল ব্যবহার করা হয়। Webpage এ এই রং ব্যবহার webpage কে আরো ফুটিয়ে তুলে। এতে visitor রা একটা শান্তভাব অনুভব করে। এই রং ব্যবহার করলে visitor বেশিক্ষন page এ থাকতে পারে।

warm and cool color

এটা হলো আমার প্রথম টিউন। পরামর্শ থাকলে টিউমেন্টস করবেন।

এই লেখাটে এখানে প্রকাশ হয়েছিল।

Level 0

আমি মোঃ সোলায়মান হোসেন রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

notun kichu jene valo laglo. thanks vai.

jana Cilo, Tune Korar Jonno Thanks.

Level 0

নতুন কিছু জানলাম…….

ধন্যবাদ আপনাকে…….

ধন্যবাদ সবাইকে যারা টিউমেন্ট করেছেন এবং আমার লেখাটি পড়েছেন। কারো কোন প্রশ্ন থাকলে করবেন। আমার জানা থাকলে আমি উত্তর দিব।