এবার ফটোশপ গুরু না হয়ে যাবেন কোথায়, পৃথিবীর সেরা সব এক্সপার্টদের তৈরী Video টিউটোরিয়ালের এক মহামারী কালেকশন (Photoshop Advanced Tutorial – Vol 1)

হ্যালো, টেকটিউন্স বাসী বন্ধুগন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভাল। আমিও আপনাদের দোয়ায় বহাল তবিয়তে আছি। আজকে আমি আপনাদের সাথে একটি মুল্যবান জিনিস শেয়ার করতে যাচ্ছি – আমার দীর্ঘ ৫ বছরের সাধনা করে ডাউনলোড করা Photoshop এর Advanced Level টিউটোরিয়াল কালেকশন। হ্যা, অবশ্যই বিনামূল্যে, আর সব গুলোই 720 p Resolution এর অর্থাৎ HD Format এর। এটা সত্যিই একটা মহামারী কালেকশন। কেননা আমার কালেকশনে প্রায় ৫০০+ টিউটোরিয়াল আছে। অবাক হচ্ছেন বুঝি। হ্যা, অবাক হবারই কথা। আসলে ৫ বছর আগে ফটোশপের যাদুকর হওয়ার ঝোক চাপে মাথায়। তারই ফলাফল এটা। তখন আসলে খুব বেশি Advanced Level এর এবং ভাল মান সম্মত টিউটোরিয়াল ছিল না নেটে। তাই ম্যানিয়াকের মত ফটোশপ টিউটোরিয়াল সার্চ করতে শুরু করলাম নেটে। সত্যি বলতে কি নিজের অজান্তেই Photoshop Tutorial ডাউনলোড করাটা "Aim in Life" এ পরিনত হয়ে গিয়েছিল। কিন্তু এদিকে যে হার্ডডিস্ক ফুল হওয়া শুরু হয়ে গিয়েছে সেটা বুঝতে পারিনি। তাই ভাবলাম যাকাত (!!!) দেয়া ফরয হয়ে গিয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার করা। দয়া করে আমার যাকাত (!!! মানে উপহার) নিয়ে আমাকে দায়মুক্ত করুন।

এই ভিডিও গুলো মূলত Advanced Level ইউজারদের জন্য। তবে Beginner রাও দেখতে দোষ নেই। ফটোশপে যারা নতুন তাদের জন্য আমি ২০,০০০/- টাকা মূল্যের একটি Training course এর ডিভিডি শেয়ার করেছি। ভিডিও গুলো পেতে আমার এই টিউটোরিয়ালটি দেখতে পারেন-

 

ভাষন তো অনেক হল এবার তবারক নেয়ার পালা। তো আর দেরী না করে ডাউনলোড শুরু করে দিন-

 

 

 

 

 

 

 

কী কম হয়ে গেল বুঝি। মাত্র ৫ টি টিউটোরিয়াল জন্য মন খারাপ হয়ে গেল। আচ্ছা আরও ৫ টি বোনাস-

 

আজকের মত যথেষ্ট হয়েছে মনে হয়। তবে আপনাদের সাড়া পেলে হয়ত আরও বেশি করে দেব আগামী পোষ্টগুলোতে। আরা হ্যা, আরেকটি কথা। আমি কষ্ট করে টিউটোরিয়াল গুলো শেয়ার করলাম আপনাদের উপকারের জন্য। আমার পরিশ্রম স্বার্থক হবে যদি আপনারা এগুলো শেয়ার করেন আপনাদের পাশের মানুষদের সাথে।

ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য। টেকটিউনসের সাথেই থাকুন। ভাল থাকুন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি মিঠুন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

idm দিয়ে ডাউনলোড হয়না। ভাল কোন সাইট এ আপলোড দেন। কি সব ফালতু সাইট আপলোড দিয়া সুধু সুধু হয়রানি করান সবাইকে :/

    @dipu.n.1:

    Lynda.com – Photoshop CS6 এর ৩৬ জিবি টউটোরিয়াল Google Drive-এ আপলোড চলছে।

valo

বস কোথায় হারায়ে গেলেন? সবাই যদি মাঝপথে এভাবে হারায় যান তবে আমাদের তো আরো ধংশ করে দেন।