[FREE] Photoshop প্রেমীরা নিয়ে নিন Lynda.com এর Full Training Course DVD (HD) আর হয়ে যান ফটোশপ গুরু – ফটোশপ ভিডিও টিউটোরিয়াল (Part 5)

হ্যালো, টেকটিউন্স বাসী বন্ধুগন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভাল। আমিও আপনাদের দোয়ায় বহাল তবিয়তে আছি। আজকে আমি আপনাদের সাথে একটি মুল্যবান জিনিস শেয়ার করতে যাচ্ছি – Lynda.com এর Photoshop cs6 Essential Training. যে Training course টির মুল্য প্রায় ২০,০০০/- টাকা। বেশ কয়েক মাস আগে ঢাকা থেকে অর্ডার দিয়ে ডিভিডি টি আনিয়েছিলাম। ভিডিও গুলো হাতে পেতে আমাকে মোটামুটি সাধনা করতে হয়েছিলো। তাই এগুলো আমার কাছে অনেক দামী। জানিনা আপনাদের কাছে কতটা প্রয়োজনীয়। তবে আমার মত অভাগাদের কাজে লাগতে পারে ভেবেই শেয়ার করা।

আশা করি Lynda সম্পর্কে নতুন করে আর কিছু বলতে হবে না। Lynda হচ্ছে অনলাইনের একটি অন্যতম ট্রেনিং সেন্টার। এখানে সারা পৃথীবী থেকে সেরা সেরা সব গুরুরা ট্রেনিং দিয়ে থাকে। আমার দেখা সমস্ত টিউটরিয়ালের মধ্যে Lydar -র টিউটোরিয়াল অন্যতম।

এটি ফটোশপের উপর করা ৫ম টিউন। আগের টিউনগুলো পাবেন এখানে-

 

এক নজরে কী কী থাকছে এই Package এ-

১. A2Z ফটোশপ টিউটরিয়াল

২. সম্পুর্ন হাই কোয়ালিটি (HD Resolution)

৩. অত্যন্ত কম ফাইল সাইজ (Highly Compressed)- ফাইল সাইজ ১-৫ মেগাবাইটের মধ্যে

৪. পুরোপুরি professional মানের Tutorial

৫. নতুনদের জন্য উপযুক্ত (Beginner Friendly)

 

 

আরও কিছু বৈশিষ্টঃ

  • Organizing images in Bridge
  • Adding metadata such as copyrights and keywords
  • Editing in Camera Raw versus in Photoshop
  • Retouching in Camera Raw
  • Batch processing files
  • Customizing the Photoshop workspaces
  • Choosing a file format and resolution
  • Cropping, scaling, and rotating images
  • Working with layers, including merging and flattening layers
  • Creating selections and layer masks
  • Toning and changing the color of images
  • Adjusting shadows and highlights
  • Retouching and cloning
  • Creating panoramas from multiple images
  • Adding filters and sharpening
  • Working with blend modes
  • Adding type
  • Working with video in Photoshop CS6

 

Photoshop cs6 - Painting:

এই পর্বে আপনারা পরিচিত হবেন Adobe Photoshop এর Painting সম্পর্কে। তো চলুন ডাউনলোড শুরু করা যাক। ডাউনলোড করার জন্য নিচের ফাইল নেম গুলোর উপর ক্লিক করুন। নতুন পেজ ওপেন হবে। সেখানে গিয়ে নীল রঙের বাটনে ক্লিক করুন। তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

----> Exercise  files ডাউনলোড

 

Photoshop cs6 - Text:

এই পর্বে আপনারা Text Tools সম্পর্কে জানবেন।

----> Exercise  files ডাউনলোড

 

 

এখানে উল্লেখ্য যে, উপরোক্ত file গুলো .mov ফরম্যাট। Play করতে problem হলে KMPlayer ব্যবহার করতে পারেন। ডাউনলোড Latest KMPlayer ।

এটি  একটি ধারাবাহিক টিউটোরিয়াল। আগামী পর্বে বাকী ভিডিও গুলো শেয়ার করব।

এটি ফটোশপের উপর করা ৪র্থ টিউন। আগের টিউনগুলো পাবেন এখানে-

 

আজকের মত বিদায়। ভাল থাকুন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি মিঠুন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ৷ কিন্তু ডাউনলোড
করার পদ্ধতিটা বুঝতেছি
না ৷
পারলে আপনার ফেসবুক এবং
পুরো সি ডি টা আমাকে
ফেসবুকে আপলোড করে দিন

Please Help Me.

    Level 2

    @বেলাল হোসেন: ভাইজান আমার মনে হয় না কেও নিজের বাক্তিগত সময় নষ্ট করে আপনার ফেসবুকে সিডি টা দিবে। টেকটিউনসেই তো ভিডিও দিয়ে দিল। ডাউনলোড করার পদ্ধতি জানতে চান। সেটা ঠিক আছে। কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড একটু বেশী হয়ে যায় না? আর ডাউনলোড প্রক্রিয়া তো সোজাই। লিঙ্কে ঢুকে নিচে দেখবেন “Download Here” দেয়া আছে। সেখানে ক্লিক করলে আরেকটা পেজ আসবে। ওখানে আরেকটা ডাউনলোড লেখা আছে। ওখানে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। আর আপনি অ্যাড ব্লক ব্যবহার করতে পারেন। তাহলে আলতু ফালতু অ্যাড আপনাকে বিব্রত করবে না।

Level 0

অনেক চেষ্টা করেও ডাউনলোড করতে পারলাম না। হয়ত এটা আমার ব্যার্থতা।

যারা ডাউনলোড করতে পারতেসেন না তারা লিংকে ঢুকলে দেখবেন অনেক রকমের অনেক ডাউনলোড লেখা আছে।কিন্তু আপনি ছোট নীল রঙ এর download এ ক্লিক করবেন।এরপর আরেকটা পেইজ আসবে।তাতে click here to download লিখা পাবেন।সেটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

আর click here to download এই লেখাটাও নীল রঙ এর বাক্সে লেখা আছে।