হ্যালো, টেকটিউন্স বাসী বন্ধুগন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভাল। আমিও আপনাদের দোয়ায় বহাল তবিয়তে আছি। আজকে আমি আপনাদের সাথে একটি মুল্যবান জিনিস শেয়ার করতে যাচ্ছি – Lynda.com এর Photoshop cs6 Essential Training. যে Training course টির মুল্য প্রায় ২০,০০০/- টাকা। বেশ কয়েক মাস আগে ঢাকা থেকে অর্ডার দিয়ে ডিভিডি টি আনিয়েছিলাম। ভিডিও গুলো হাতে পেতে আমাকে মোটামুটি সাধনা করতে হয়েছিলো। তাই এগুলো আমার কাছে অনেক দামী। জানিনা আপনাদের কাছে কতটা প্রয়োজনীয়। তবে আমার মত অভাগাদের কাজে লাগতে পারে ভেবেই শেয়ার করা।
আশা করি Lynda সম্পর্কে নতুন করে আর কিছু বলতে হবে না। Lynda হচ্ছে অনলাইনের একটি অন্যতম ট্রেনিং সেন্টার। এখানে সারা পৃথীবী থেকে সেরা সেরা সব গুরুরা ট্রেনিং দিয়ে থাকে। আমার দেখা সমস্ত টিউটরিয়ালের মধ্যে Lydar -র টিউটোরিয়াল অন্যতম।
এটি ফটোশপের উপর করা ৩য় টিউন। আগের টিউনগুলো পাবেন এখানে-
এক নজরে কী কী থাকছে এই Package এ-
১. A2Z ফটোশপ টিউটরিয়াল
২. সম্পুর্ন হাই কোয়ালিটি (HD Resolution)
৩. অত্যন্ত কম ফাইল সাইজ (Highly Compressed)- ফাইল সাইজ ১-৫ মেগাবাইটের মধ্যে
৪. পুরোপুরি professional মানের Tutorial
৫. নতুনদের জন্য উপযুক্ত (Beginner Friendly)
আরও কিছু বৈশিষ্টঃ
Photoshop cs6 - Photo Retouching:
এই পর্বে আপনারা পরিচিত হবেন Adobe Photoshop এর Photo Retouching সম্পর্কে। তো চলুন ডাউনলোড শুরু করা যাক-
----> Exercise files ডাউনলোড (Part - ১)
----> Exercise files ডাউনলোড (Part - 2)
Photoshop cs6 - Raw Processing:
এই পর্বে আপনারা Raw Processing সম্পর্কে জানবেন।
----> Exercise files ডাউনলোড (Part - ১)
----> Exercise files ডাউনলোড (Part - 2)
এখানে উল্লেখ্য যে, উপরোক্ত file গুলো .mov ফরম্যাট। Play করতে problem হলে KMPlayer ব্যবহার করতে পারেন। ডাউনলোড Latest KMPlayer ।
এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল। আগামী পর্বে বাকী ভিডিও গুলো শেয়ার করব।
এটি ফটোশপের উপর করা ৪র্থ টিউন। আগের টিউনগুলো পাবেন এখানে-
আজকের মত বিদায়। ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
Detect language Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Bengali Belarusian Bulgarian Catalan Chinese (Simp) Chinese (Trad) Croatian Czech Danish Dutch English Esperanto Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Gujarati Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Kannada Korean Lao Latin Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Slovak Slovenian Spanish Swahili Swedish Tamil Telugu Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish | Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Bengali Belarusian Bulgarian Catalan Chinese (Simp) Chinese (Trad) Croatian Czech Danish Dutch English Esperanto Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Gujarati Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Kannada Korean Lao Latin Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Slovak Slovenian Spanish Swahili Swedish Tamil Telugu Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish |
আমি মিঠুন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ ধন্যবাদ ভাই। আপনার টিউন অনেল উপকার করছে আমার 🙂