কিভাবে আমরা ফটোশপ দিয়ে সুন্দর একটি ওয়ালপেপার তৈরী করতে পারি।

আমরা বিভিন্ন রকম পিকচার ইন্টারনেট থেকে ডাউনলোড করি বা অন্যের পিকচার ব্যবহার করি। কিন্তু আমরা যদি গ্রাফিক্স এ professional কাজ করতে যায় তাহলে এ সব পিকচার দিয়ে কাজ করতে পারবো না। কারণ আমরা এ সব পিকচার দিয়ে কোন প্রোজেক্ট করতে গেলে দেখা যাবে, যে এই পিকচার তৈরী করেছে সে আমার/ আপনার নামে মামলা করতে পারে। আর আমরা যদি নিজেই এ ধরণের   সুন্দর পিকচার তৈরী করতে পারি তবে কেমন হয়!

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করি। এখন প্রথমে আমরা একটি নতুন ব্রাশ তৈরী করবো। তাহলে এখন আমরা নতুন একটি ডকুমেন্ট খুলি Height: 217, Width: 217 এবং রেজুলেশন: 72 আর Background: Transparent, Then ok.

এখন আপনি rectangular marquee tool টি select করুন। তারপর foreground color এ ক্লিক করে সম্পূর্ণ কাল রঙ select করুন। এখন shift চেপে ধরে একটি shape তৈরী করুন। এখন paint bucket tool দিয়ে fill করে দিন।

এরপর আপনি Layer menu তে click করুন তারপর layer style + blending options এ ক্লিক করুন। এখন দেখুন যেখানে fill opacity লিখা আছে সেখানে ৫০% করে stroke এ click করুন এখন size:7 and position: inside করে ok করুন।

এখন edit menu থেকে Define brush এ ক্লিক করুন এবং যে কোন নাম দিয়ে ok করে দিন।

এখন নতুন একটি পেজ খুলুন। height:768, width:1024, Resolution:72 and background: white then ok.

এখন foreground color কাল রেখে paint bucket tool এর সাহায্যে fill করে দিন। এখন নতুন একটি layer নিই। তারপর ব্রাশ এ ক্লিক করে ব্রাশ সাইজ ৩০০ করুন। এখন কয়েক ধরণের রঙ দিয়ে পিকচার টি রাঙিয়ে তুলন। layer menu থেকে opacity ৫৬% করে দিন।

আবার একটি নতুন layer নিন। তারপর window menu তে গিয়ে ব্রাশ এ ক্লিক করুন। তারপর একেবারে নিচের দিকে দেখন যে ব্রাশটি তৈরী করে ছিলেন তা আছে। এখন brush tip shape এ ক্লিক করুন এবং spacing: 113 করে দিন। তারপর shape dynamic এ ক্লিক করুন এবং size jitter: 100 আর minimum diameter: 20 করে দিন। এখন scattering এ ক্লিক করুন তারপর scatter: 900 এবং count: 3 করে দিন। এখন color dynamic এ ক্লিক করুন তারপর foreground: 13 ও hue jitter: 13 করে দিন। তারপর smoothing এ টিক চিহ্ন দিয়ে বাহির হয়ে আসুন।

এখন একটি নতুন লেয়ার নিয়ে ব্রাশ সাইজ ৮০ করে বিভিন্ন রঙ দিয়ে রাঙিয়ে তুলন। তারপর লেয়ার মেনু থেকে opacity: 50% করে দিন। আবার একটি নতুন লেয়ার নিয়ে ব্রাশ সাইজ ৯৫ করে একই ভাবে রাঙিয়ে তুলন। এবার opacity 70% করে দিন। আবার একটি লেয়ার নিয়ে ব্রাশ সাইজ 113 করে একই ভাবে রাঙিয়ে দিন। এখন একটি নতুন লেয়ার নিয়ে rectangular marquee tool সিলেক্ট করে Feather: 30px করে একটি shape তৈরী করী এবং লেয়ার মেনু থেকে এর mood টি normal থেকে soft light করে দিই। আবার একটি লেয়ার নিয়ে rectangle tool টি select করি এবং foreground color: white করে একটি shape তৈরী করি। এখন এর mood টি আবার soft light করে দিই। এখন layer + layer style + inner glow + gradient: white + size: 20 করে ok করুন।

ওয়ালপেপার

এখন হয়ে গেল আপনার তৈরী করা মনের মত wallpaper.

এই টিউনটি প্রথমে আমার সাইট এ ইংরেজীতে প্রকাশিত হয়েছে।

আমার সাইট- Tutorial Website

Level 0

আমি ব্লগার আমির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন নতুন ব্লগার। আমি আপনাদের মাঝে থেকে কিছু জানতে ও জানাতে টেকটিউনস এ যোগ দিয়েছি। আমার ওয়েবসাইট- http://www.computerworld17.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Screenshot soho dile bujhte onek subidha hoto..