ফটোশপে ছবিতে দিন অর্টন ইফেক্ট

আসসালামু আলাইকুমকেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেনআমিও আল্লাহর রহমতে ভালই আছি

শিরোনাম দেখে হয়তো ভাবছেন, “অর্টন ইফেক্ট! সে আবার কি?”। অর্টন ইফেক্ট (Orton Effect) আসলে একটি ফটোগ্রাফী কৌশল যেটি সর্বপ্রথম ব্যবহার করেন “মাইকেল অর্টন” নামের একজন বিখ্যাত ফটোগ্রাফার। পরবর্তীতে তাঁর নাম অনুসারেই ইফেক্টের এই নামকরণ। এই ইফেক্টটি তৈরি করতে Orton একই অবজেক্টের দু থেকে তিনটি ছবি তুলতেন। একটিতে অবজেক্টের সব ডিটেইলস এবং ফোকাস ঠিক থাকতো, বাকি একটি বা দুটি ছবি থাকতো “আউট অফ ফোকাস”। তারপর সেগুলোকে এক করে যে ছবিটি পাওয়া যেত তা দেখে মনে হত ছবিটি যেন ওয়াটার কালার আর কালি কলমের সমন্বয়ে আঁকা। সফট ফোকাসের একটু অন্য ধরনের এই ইফেক্টটি ছবিতে তৈরি করে এক ধরনের মায়াময়তা। আগ্রহী পাঠকেরা আরো জানতে চাইলে এবং Michael Orton-এর কাজগুলো দেখতে চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন।

অন্যান্য অনেক ইফেক্টের মতই এই অসাধারণ সুন্দর ইফেক্টটিও আমরা ফটোশপে তৈরি করতে পারি। কিভাবে? চলুন দেখে নেই।

প্রথমেই আপনি যে ছবিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেটি ফটোশপে ওপেন করুন।

এবার ছবির লেয়ার এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ১টি ডুপ্লিকেট লেয়ার নিন।

মেনু বারের Image অপশনে যান, সেখান থেকে Apply Image সিলেক্ট করুন।

একটি ডায়লগ বক্স আসবে। Layer: Background, Channel: RGB, Blending: Screen সেট করুন। হয়ে গেলে OK চাপুন।

এ অবস্থায় আমাদের ছবিটি এমন হবে….

 

এবারে Background copy- এর একটি কপি তৈরি করুন। Background copy সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+J চাপুন

এবার Background copy 2 সিলেক্ট থাকা অবস্থায় মেনু বারের Filter অপশনে যান, সেখান থেকে Blur, তারপর সেখান থেকে Gaussian Blur সিলেক্ট করুন।

আপনার ছবি অনুযায়ী Radius-এর মান সেট করুন। হয়ে গেলে OK চাপুন।

এবারে এই লেয়ারের Blend Mode Normal থেকে Multiply করে দিন।

এ অবস্থায় আমাদের ছবিটি..

এবারে কীবোর্ডে Ctrl চেপে ধরে উপরের লেয়ার দু’টি সিলেক্ট করে নিন।

মেনু বারের Layer অপশনে গিয়ে সেখান থেকে Merge Down সিলেক্ট করুন, অথবা কীবোর্ডে থেকে  Ctrl + E চাপেন ফলে দু’টি লেয়ার একটি লেয়ারে পরিণত হবে।

এবার প্রয়োজন মত এবং আপনার ইচ্ছেমত এই লেয়ারের অপাসিটি কিছুটা কমিয়ে দিন।

আমাদের কাজ শেষ। আর এই হচ্ছে আমাদের কাজ শেষের ফলাফল….

সবাই ভাল থাকবেন....

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতদিন এইরকম কিছুর অপেক্ষায় ছিলাম …আপনাকে অসংখ্য ….:::