ফটোশপ এর যাদু [পর্ব-৫৯] :: স্টুডিও এর ছবি সুন্দর হবার এক কার্যকরী টিপস (জেনে রাখুন অবশ্যই কাজে আসবে)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমরা অনেক স্টুডিও ছবি দেখি অনেক সুন্দর করে করা, আমি নিজেও অনেক স্টুডিও ছবি দেখি অনেক সুন্দর হয়, আসলে কাজের উপর নির্ভর করে ছবি।

আজ আমি আপনাদের যে টিপস শিখাবো আর আপনাকে স্টুডিও এর কাছে যেতে হবে না :mrgreen: আপনি নিজেই আপনার ছবিকে ফুটিয়ে তুলতে পারবেন ফটোশপে। কোন প্রকার প্লাগইংস ছাড়া।

তাহলে আসুন শিখে নিই নিয়ম টা ঃ

প্রথমে ফটোশপ চালু করুন,
তারপর যে ছবিকে কাজ করবেন সে ছবিটি ওপেন করুন।

এবার ছবির লেয়ার এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ১টি ডুপ্লিকেট লেয়ার নিন।

এবার কি-বোর্ড থেকে Ctrl+Shift+U press করুন, তাহলে ছবিটি সাদা কালো হয়ে যাবে নিচের মতন।

এখন লেয়ার মোড থেকে Luminosity সিলেক্ট করে দিন।

এখন মেনুবার থেকে Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করুন।

এবার নিচেত মত মান দিয়ে Ok করুন।

এবার Add layer mask এ ক্লিক করুন।

এবার টুলবার থেকে Paint Bucket Tool এবং নিচের দেখানো মত কালার সিলেক্ট করে ছবির উপর ক্লিক করুন।

এবার Brush টুল সিলেক্ট করে ছবির মুখে আস্তে আস্তে ব্রাশ করুন আর দেখুন কি হচ্ছে আপনার ছবি।

উপরের নিয়মে কাজ করার পর আসল ছবি।

ইনশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

meyeder sobi na dileo parten, bro.

ইনশা-আল্লাহ

ভাই ফটোশপে বা Ms Word এ কোন কিছু সেভ করতে চাইলে পুরো ডকুমেন্ট সেভ হয়,পুরো ডকুমেন্ট সেভ না হওয়ার জন্য কি করতে হবে?

Onek chesta korlam holona

হোসাইন ভাই ফটোশপ CS-6 ফুল ভার্সন ডাউনলোড লিংক টা দিবেন প্লিজ আমার ইমেল [email protected]

ভাই Zip Folder Pasword মিলছে না। কিভাবে ফাইল উদ্ধার করব

এটাই সবথেকে বেষ্ট মনে হচ্ছে