আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
কিছুদিন আগে কিভাবে ছবিকে DSLR এর মত করতে হয় এই নিয়ে একটি টিউন করেছিলাম এতে অনেকের সাড়া পেয়েছিলাম,
কিন্তু এই নিয়মটা একটু ঝামেলা এবং কাজটি যে ফটোশপে হচ্ছে তা বুঝা যেত।
আজ একটি টিপস পেলাম যা আগের নিয়ম থেকে অনেক ভাল আগে নিজে জানলাম তাই আর বেশি দেরি করলাম আপনাদের মাঝে জিনিসটি শেয়ার করতে হাজির হওয়া।
প্রথমে ফটোশপ চালু করুন।
এবার যে ছবিটি DSLR এর রুপ দিবেন সে ছবিটি ওপেন করুন।
এবার ছবির লেয়ার এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ১টি ডুপ্লিকেট লেয়ার নিন।
এখন মেনুবার থেকে Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করুন।
এবার নিচেত মত মান দিয়ে Ok করুন।
এবার Add layer Mask এ ক্লিক করুন।
এবার Tool Bar থেকে Brush টুল সিলেক্ট করে আস্তে আস্তে ছবি ব্রাশ করুন। ব্রাকগ্রাউন্ড ছাড়া।
আর ব্রাশ করার সময় যদি ব্রাকগ্রাউন্ডে ব্রাশ চলে যায় তাহলে
Eraser Tool সিলেক্ট করে বাকি অংশটুকু কেটে দিন।
ব্যাস হয়ে গেল DSLR মত ছবি।
ইনশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাইয়া আমার কম্পিউটারে ১gb agp ase…
এইটা দিয়ে phhotoshop ar কাজ কেমন করা যাবে?