ফটোশপ এর যাদু [পর্ব-৫৭] :: এত দিন ফটোশপে ছবির এনিমেশন করেছেন এখন করুন লেখার এনিমেশন (একদম সোজা)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমি অনেক আগে কিভাবে ফটোশপে ছবির এনিমেশন করতে হয় তা নিয়ে একটি টিউন করেছি
আজকের টিউন টি হল কিভাবে বাড়তি সফট ছাড়া ফটোশপে কিভাবে লেখার বিভিন্ন কালার দিয়ে এনিমেশন তৈরি করা যায় তার নিয়মঃ
তাহলে আসুন সুন্দর টিপস টি শিখে নিয়,

প্রথমে ফটোশপ চালু করুন।

এবার পছন্দমত মাপ নিয়ে একটি পেজ নিয়ে Tool bar থেকে text Tool সিলেক্ট করে আপনার ভাললাগা কথাটি লিখুন।

এবার Text Layer এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ৫টি লেয়ার নিন, অথবা আরো বেশি নিতে পারেন এনিমেশন অনুযায়ী।

এবার মূল লেখার বাদ দিয়ে সবগুলো লেখার লেয়ার কে Visibility  করে দিন অথাত লেখার পাশের চোখ চিহ্নটি উঠিয়ে দিন।

এবার লেখাগুলো কালার করে দিন এক একটা এক এক কালারে, কারন আমরা বিভিন্ন কালারের লেখার এনিমেশন তৈরি করব।

কালার দেওয়া শেষ হলে নিচের দেখানো আইকনে ক্লিক করুন।

এবার Duplicate Current frame ক্লিক করে ৫টি লেয়ার নিয়ে নিন, লেখার লেয়ার অনুযায়ী।

এবার এক একটি লেয়ার সিলেক্ট করে এনিমেশন টাইম সিলেক্ট করে দিন,

আর এনিমেশনটি কেমন করলেন তা দেখতে নিচেত মত বাটনে ক্লিক করুন।

আর যদি দেখেন এনিমেশন দ্রুত হচ্ছে তাহলে নিচেত মত টাইম বাড়িয়ে দিন।

সব শেষ এনিমেশন টি সেভ করতে নিচেত পদ্ধতি অবলম্বন করুন।

ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর একটি লেখার এনিমেশন।

ইনশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন..

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ!! দারুন লাগল

অসাধারন লেগছে টিউনটা ভাইয়া