ফটোশপ এর যাদু [পর্ব-৫৫] :: ফটোশপে আপনার ছবি Sketch করুন খুব সহজে।

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমরা ছবি Sketch করার জন্য অনেক জনে অনেক রকম সফট ব্যবহার করি। কেমন হয় যদি তা ফটোসপে করা যায়। ভাল তো ভাল না।
তাহলে আসুন শিখে নিয় নিয়মটা।

প্রথমে ফটোসপ চালু করুন। তারপর যে ছবিকে Sketch করবেন সে ছবিটি ফটোশপে ওপেন করুন।

এবার লেয়ার উপর রাইট বাটন ক্লিক করে একটি Duplicate লেয়ার নিন।

এবার কি-বোর্ড থেকে Alt+Ctrl+Shift+U প্রেস করুন। দেখবেন ছবি নিচের মত সাদাকালো হয়ে যাবে।

এবার আবার সাদাকালো ছবির একটি Duplicate লেয়ার নিন। নিচের মত করে।

এবার কি-বোর্ড থেকে Ctrl+I প্রেস করুন দেখুন ছবি নিচের মত হয়ে যাবে।

ভূতের মত হয়ে গেছে মনে হচ্ছে ভয় পাইবার কারন নেই। 😆
এবার Menu বার থেকে Filter>Blur>Gaussian bar এ ক্লিক করে নিচের মত মান দিয়ে Ok করুন।

এবার লেয়ার উপর রাইট বাটন ক্লিক করে Color Dodge এ ক্লিক করুন।

ফাইনাল ছবি

ইনশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোস্ট শুরু না হইতেই শেষ 😀

fine brother.

ধন্যাবাদ, খুবই কাজের একটি টিউন। ভাইয়া টিউনে/কমেন্টে ইমোনেশন চিহৃ কিভাবে ব্যবহার করতে হয় একটু বলবেন কি! আসলে টিটিতে নতুন, তেমন একটা বুঝতে পারছিনা।

    @অচিন পথিক: ফেইসবুকে যেভাবে ইমো ব্যবহার করতে কোড লাগে ঠিক তেমনি ও টেকটিউনস ও টিউমেন্ট এ ইমোনেশন চিহৃ ব্যবহার করতে হলে বিভিন্ন আছে এগুলো মুখস্ত করলে হবে যেমন হাসির চিহ্ন এর জন্য (: D : P ) আমি স্পেস দিয়েছি আপনি স্পেস ছাড়া টিউমেন্ট এ লিখুন আর দেখুন।

আপনার টিউন আমার সব সময় ভাল লাগে যদিও কখনো তা আপনাকে বলা হয়নি। 😀