আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমরা ছবি Sketch করার জন্য অনেক জনে অনেক রকম সফট ব্যবহার করি। কেমন হয় যদি তা ফটোসপে করা যায়। ভাল তো ভাল না।
তাহলে আসুন শিখে নিয় নিয়মটা।
প্রথমে ফটোসপ চালু করুন। তারপর যে ছবিকে Sketch করবেন সে ছবিটি ফটোশপে ওপেন করুন।
এবার লেয়ার উপর রাইট বাটন ক্লিক করে একটি Duplicate লেয়ার নিন।
এবার কি-বোর্ড থেকে Alt+Ctrl+Shift+U প্রেস করুন। দেখবেন ছবি নিচের মত সাদাকালো হয়ে যাবে।
এবার আবার সাদাকালো ছবির একটি Duplicate লেয়ার নিন। নিচের মত করে।
এবার কি-বোর্ড থেকে Ctrl+I প্রেস করুন দেখুন ছবি নিচের মত হয়ে যাবে।
ভূতের মত হয়ে গেছে মনে হচ্ছে ভয় পাইবার কারন নেই। 😆
এবার Menu বার থেকে Filter>Blur>Gaussian bar এ ক্লিক করে নিচের মত মান দিয়ে Ok করুন।
এবার লেয়ার উপর রাইট বাটন ক্লিক করে Color Dodge এ ক্লিক করুন।
ফাইনাল ছবি
ইনশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
পোস্ট শুরু না হইতেই শেষ 😀