ফটোশপ এর যাদু [পর্ব-৫৪] :: মেয়েদের শাড়ি কে বিভিন্ন কালার করার ফটোশপের টিপস (ছেলেদের ও কাজে আসবে) জেনে রাখুন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ আমরা একটি মজার কাজ শিখব, কাজটি হল পোষাকের রংকে বিভিন্ন কালারে ডিজাইন করা, আপনি একটি শাড়ী নিলেন আপনার বউ এর জন্য এখন বউ এর শাড়ির কালার পছন্দ হয়নি 🙄 তাহলে চেঞ্জ করে দিন ফটোশপে খুশি রাখুন বউয়ের মুখ, শান্তি থাকুন দু’জনে 😆

প্রথমে ফটোশপ চালু করুন

এবার আপনার বউ এর ছবিটি নিন, যে শাড়িটি আপনি বাজার থেকে নিলেন।

এবার ছবিটির একটি ডুপ্লিকেট লেয়ার নিন কি-বোর্ড থেকে Ctrl+J Press করে অথবা নিচের নিয়ম ফলো করুন।

এবার টুলবার থেকে Eraser Tool সিলেক্ট করে নিচের মত করুন।

এখন নিচে দেখানো মত ক্লিক করে Hue/Saturation এ ক্লিক করুন।

এবার আপনার যে বউ কালার এর কথা বলেছে সে কালার Hue/Saturation বক্স থেকে চয়েজ করে শাড়ির সাথে মিশিয়ে দিন।

এতক্ষন আমরা যে কালার করলাম সে কালার কে নিচের ব্রাকগ্রাউন্ড এর সাথে এক করে দিন। কি-বোর্ড থেকে Ctrl+E প্রেস করুন।


ব্যাস দেখুন এখন কি সুন্দর কালার মিশিয়ে গেছে। এখন বউকে দিন দেখবেন খুশি হয়ে যাবে  :mrgreen:


নিচে দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন হল।

ফাইনাল ছবি

ইনশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good … 🙂

Level 2

অনেক ধন্যবাদ। ফটোশপের কাজগুলো আপনার ফটোশপের জাদু সিরিজ থেকেই শিখব।

বাসায় জানে?

দারুন । সিরিজ টা বন্ধ করবেন না । থ্যাংকস ।

আপনার দেখানো ভাবে অনেক চেষ্টা করেও পারলাম না, ড্রপার দিয়েতো সিলেক্ট হয় না,কি করলেন