আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আমি যে টিউন টা নিয়ে আলোচনা করব সেটি হল ফটোশপ এর চমৎকার ফিচার নিয়ে। প্রযুক্তি বিশ্ব অনেক এগিয়ে গেছে আপনি যে রকম ডিজাইন করতে চান ঠিক সে রকম করে করতে পারবেন সব কিছু ফটোশপ সফটওয়্যার দিয়ে।
আজ আমরা শিখব কিভাবে লেখার মধ্যে পছন্দের ছবি/ব্রাকগ্রাউন্ড দেওয়া যায় তার নিয়মঃ
প্রথমে ফটোশপ চালু করুন।
এবার আপনার পছন্দের ছবি/ব্রাকগ্রাউন্ড নিন।
এখন টুলবার থেকে Type Tool সিলেক্ট নিচের মত কিছু লিখুন। আমি Techtunes লিখলাম।
এবার নতুন একটি লেয়ার নিয়ে নিচের মত লেয়ার গুলো কে রাখুন,
এখন আমাদের উপরে নেওয়া লেয়ার কে কালার দিয়ে ফিল করে দিব। কি-বোর্ড শর্টকাট- Alt+Backspace Press করুন। তার আগে আমরা ব্রাকগ্রাউন্ড এবং লেখার লেয়ার কে Visibility করে দিব।
এবার ব্রাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে মেনু থেকে Layer>Group with Previous এ ক্লিক করুন।
এবার দেখুন কি সুন্দর ভাবে লেখার ভিতর ছবি চলে এসেছে।
আর যদি ছবি/ব্রাকগ্রাউন্ড সঠিক ভাবে না বসে তাহলে Toolbar থেকে Move টুল সিলেক্ট করে ছবি ড্রাগ করুন।
এবার গ্রাডিয়েন্ট কালার দিতে পারেন পছন্দমত।
ইননশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
চালিয়ে জান ।