ফটোশপ এর যাদু [পর্ব-৫২] :: ফটোশপে ব্রাশ Tool দিয়ে বানিয়ে ফেলুন দারুন দারুন ডিজাইন দুটি টিপস জেনে রাখুন কাজে দিবে

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

ফটোশপ দিয়ে আসলে ডিজাইনের অনেক কাজ করা যায়, তাই আজ আমি আপনাদের ফটোসপ এর কাজ করার ব্রাশ Tool এর কাজের দুটি ডিজাইন এর সাথে পরিচয় করে দিবো।
যারা নতুন ফটোসপ এ কাজ শিখছে তাদের কাজে আসবে।


১। ব্রাশ টুল দিয়ে ডিজাইনঃ প্রথমে Tool বার থেকে Brash টুল সিলেক্ট করে নিচের মত করে আর্ট করুন।

এবার মেনুবার থেকে Distort>Twirl এ ক্লিক করুন।

এবার (-) চিহ্ন ক্লিক করে ছবিকে ছোট করে Angle বক্স এর স্লাইডার টেনে দেখুন।

এবার আপনার পছন্দের মত জিনিস ফুল অথবা কোন অবজেট দিয়ে সাজিয়ে নিন নিচের মত করে।

২। ব্রাশ টুল দিয়ে ডিজাইনঃ প্রথমে Tool বার থেকে Brash টুল সিলেক্ট করে নিচের মত করে আর্ট করুন।

এবার মেনু বার থেকে Filter>Blur>Motion Blur এ ক্লিক করুন।

তাহলে নিচের মত আসবে। এবার স্লাইডার টেনে আপনার পছন্দমত করে নিন,

এবার ফটোসপে Pen Tool দিয়ে একটি আমার মত ছবি কেটে নিচের মত ব্রাকগ্রাউন্ড এর সাথে মিলিয়ে দিন।

ফাইনাল ছবি

ইনশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks, দারুন জিনিস তো !

আপনার হাতের জাদু!