আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমরা ছবির ব্রাকগ্রাউন্ড চেঞ্জ করি কিন্তু এলোমেলো চুল গুলো কেটে যায়, আজকে আমরা শিখব এমন একটি টিপস যা ছবিকে নিখুঁত ভাবে কাটা যায়,
তাহলে আসুন নিয়মটা শিখে নিই,
প্রথমে ফটোশপ চালু করুন।
যে ছবির ব্রাকগ্রাউন্ড নিখুঁত ভাবে চেঞ্জ করবেন সে ছবিটি ওপেন করুন
এবার টুলবার থেকে Pen Tool দিয়ে নিচের মত পাথ করুন।
এবার আমরা Feather দিব সেজন্য নিচের মত কাজ করে Ok করুন,
এবার কি-বোর্ড থেকে Ctrl+C আর Ctrl+V প্রেস করুন। তাহলে নিচের মত আরেকটি ছবি কপি হবে।
এবার টুলবার থেকে Gradient টুল সিলেক্ট করে নিচের মত কালার দিয়ে ফিল করুন নতুন একটি লেয়ার নিয়ে।
এবার লেয়ার 2 সিলেক্ট করে টুলবার থেকে Rectangular টুল দিয়ে নিচের মত করে একটি Duplicate লেয়ার নিন,
এবার নিচের মত লেয়ার 2 কে Visibility করে দিব।
এবার লেয়ার 2 copy সিলেক্ট করে লেয়ার মোড থেকে Multiply করে দিব।
এবার Image>Adjustments>Curve এ ক্লিক করুন (অথবা কি-বোর্ড থেকে) CTRL+M press করুন।
এবার নিচের দেখানো মত কাজ করুন,
আর দেখুন ক্লিক করার কারনের নিচের মত হয়ে গেল
এবার লেয়ার 2 কে টেনে লেয়ার এর উপরে ফেলে দিন।
এখন লেয়ার প্যালেট থেকে Add layer mask এ ক্লিক করুন।
এবার Tool বার থেকে Brush Tool সিলেক্ট করে নিচের মত ড্রাগ করে মুছে ফেলুন।
তাহলে নিচের মত ক্লিয়ার হয়ে যাবে।
ব্যাস এবার আপনার মনমত একটি Background নিয়ে ছবির মধ্যে দিয়ে দিন আমার মত করে দিয়ে দিন।
ফাইনাল ছবি
ইননশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অনেক ধন্যবাদ।
আর একটা বিষয় সাহায্য করেন, ছবির বেকগ্রাউন্ড জেকনো দৃশ্য ঘোলা করবো কিকরে?