ফটোশপ এর যাদু [পর্ব-৪৯] :: ফটোসপে দিন আপনার ছবির বর্ডার ( এবার বানিয়ে ফেলুন বর্ডার ফটোশপে)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

এবার আপনি পারবেন ফটোশপে তৈরি বর্ডার আপনার ছবির মধ্যে দিতে, আমরা অনেকে রেডিমেট বর্ডার অন্যের তৈরি করা বর্ডার ব্যবহার করি, আর নয় অন্যের তৈরি করা বর্ডার এবার নিজেই বানিয়ে ফেলুন ছবির বর্ডার, ইনশাআল্লাহ এবার আমরাই পারবই । তাহলে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন।

ফটোশপ যাদু
ফটোশপ যাদু

যে ছবি তে বর্ডার দিতে চান সে কাঙ্গিত ছবিটি আপনার চোখের সামনে ওপেন করুন।

এবার Layer এ ক্লিক করে লেয়ার এর লক টি খুলে নিচের মত করে Create new layer ক্লিক করে ১টি লেয়ার নিয়ে নিন একদম সোজা।

এবার আপনার পছন্দের কালার টি চয়েজ করে নিয়ে কি-বোর্ড থেকে Alt+Backspace প্রেস করুন। তাহলে নিচের মত হবে।

আবার কি-বোর্ড থেকে CTRL+T প্রেস করে ছবিকে ছোট করে নিন।

তাহলে দেখুন একটি বর্ডার তৈরি হয়ে গেল

এবার আসা যাক অন্য রকম কালার দেওয়া, সেজন্য Gradient Tool সিলেক্ট করে পছন্দের কালার সিলেক্ট করে ড্রাগ করুন।

তাহলে নিচের মত হয়ে গেল একটি সহজে সিস্টেমে আপনার ছবির বর্ডার, এই টিপসটি অন্য নিয়মে ও করা যায়, সহজ টা বেছে নিলাম।

আমার ফাইনাল কাজের ছবি

ইননশাআল্লাহ আগামী পর্বে আরো মজার মজার টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত অপেক্ষা করুন...।। 

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হোছাইন ভাই, আমি photoshop এ একদম নতুন।basic শেখার জন্য কিছু টিপ্স অথবা আপনার কোনো টিউটোরিয়াল বুক থাকলে দেন।।

এবার আপনার পছন্দের কালার টি চয়েজ করে নিয়ে কি-বোর্ড থেকে Alt+Backspace প্রেস করুন। তাহলে নিচের মত হবে।
এটা দিলে সম্পুর্নটাই কালার হয়ে যাচ্ছে।

@ হোসাইন আহমেদ ভাই আপনার সব গুলো টিউন এক কথায় অসাধারন । ভাই আসা করি আমার একটা ছোট্ট রিকুয়েস্ট রাখবেন। ফটোশপের উপর যদি ভিডিও টিউন করতেন তাহলে আমরা সবাই আরো বেশি উপকৃত হইতাম।

valo. . . .chalie jan

এটা কিছু হল ????

ফটোশপ নিয়ে আমরা নিয়মিত কারো বা কারো কাছে টিউন পেয়েছি এবং পাচ্ছি। আবার দেখেছি অনেকে হারিয়ে গেছে, সেখানে আপনি নতুন ভাবে শুরু করলেন এটা দেখে খুব ভালো লাগলো। আপনি যদি আপনার ফ্ল্যাশ নিয়ে লেখাটি আবার শুরু করতেন তাহলে খুব খুশি হোতাম। অনেক সময় ধরে অপেক্ষা করছি……………

বর্ডার এ সিম্পল কালার না দিয়ে একটু অন্যরকম ডিজাইন করতে চাই । কিভাবে করব ?
এই সিরিজের অর্ধশত টিউনের জন্য অগ্রিম শুভেচ্ছা ।

ধন্যবাদ

হুসাইল ভাই আপনার প্রতিটি টিউন এত সহজ ভাবে উপস্থাপন করেন, নতুনরা অতি সহজে তা বোধগম্য করতে পারে। কম্পিউটারের জগতে আমি নতুন বলা চলে। আমি আপনার দেখানো পথে হাটছি। আপনার দিক নির্দেশনা আমার চলার পথের পাথেয়। আপনার কল্যাণ কামনা করি। ধন্যবাদ হুসাইন ভাই!! ধন্যবাদ টেকটিউন!!!

আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসাধারন সব টিউন এর জন্য…….

আগামী পর্ব গুলোর আশায় আছি……..

Level 0

ভাই আপনার tutorial খুব ভাল ।
আপনার করা tutorial গুলুর ই বুক থাকলে দেন।
আপনার কাসে ফটোশপের tutorial সব pdf ebook থাকলে প্লজ লিঙ্ক দেন।
ইমেইল : [email protected]