ফটোশপ এর যাদু [পর্ব-৪৮] :: একটি ব্রাকগ্রাউন্ডে দিয়ে দিন একাধিক ছবি (ফটোসপ যাদুর ছোয়া)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মাত্র ব্রাকগ্রাউন্ডে একাধিক ছবি দেওয়া যায় যাদুর ছোয়ার মত,

প্রথমে যে ছবিকে ব্রাকগ্রাউন্ড এ দেখতে চান সে ছবিটি ওপেন করুন।

এবার ছবির সাইজ বর্ডার আপনার পছন্দমত দিয়ে দিন।

এবার মেনু থেকে Edit>Define Patten এ ক্লিক করুন। এবার Pattern name box এ একটি নাম দিয়ে Ok করুন।

এখন একটি নতুন পেজ নিয়ে টুলবার থেকে Pattern Stamp Tool সিলেক্ট করুন।

তারপর উপরের অপশন বার থেকে আপনার তৈরি করা Pattern টি সিলেক্ট করুন।

এবার নিচের মত ড্রাগ করুন আর দেখুন কি হচ্ছে।

ফাইনাল আউটফুট ছবি

ইনশাআল্লাহ আগামী পর্বের গুলোর মধ্যে পাবেন আরো মজার মজার কিছু টিপস। সে পর্যন্ত সাথে থাকুন।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আসলেই যাদু, নতুন কিছু জানানোর জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে । #photoshop সত্যিই একজন জিনিআস ।

চমৎকার!

Nice post

Level 0

Thank You, হোছাইন আহম্মদ ভাই।