আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমরা লেখার ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের Soft ব্যবহার করি, আর আপনি বিভিন্ন সফট ব্যবহার করা লাগবে না, যদি ফটোশপ ভাল করে জানেন, অনেক দিন ফটোশপ এর যাদু টিউন বন্ধ ছিল আজ থেকে চালু হল আবার ফটোশপ যাদুর পর্বগুলো আপনারা সাথে থাকবেন আশা করি,
আজ আমরা শিখব কিভাবে লেখাকে ব্রাকগ্রাউন্ড এর সাথে মিশিয়ে দেওয়া যায় তার নিয়ম, হয়ত অনেকের জানা আছে, কিন্তু অন্য ভাবে। তাই আজ আমি সহজ নিয়ম টি আজ দেখা দিচ্ছি আপনাদের আশা করি ভাল লাগবে।
প্রথমে ফটোশপ চালু করুন।
তারপর আপনার মনের মত একটি ব্রাকগ্রাউন্ড নিন, নিচে আমি ১টি নিলাম।
এবার টুলবার থেকে Text Tool সিলেক্ট করে পছন্দের লেখাটুকু লিখুন ।
এখন Window> Action > ক্লিক করুন যদি Action প্যালেট চালু না থাকে।
এবার নিচের দেখানো মত করে ক্লিক করুন ।
তাহলে Action প্যালেট এ Text Effect দেখা যাবে, এবার আমার দেখানো মত ক্লিক করুন। তাহলে বিভিন্ন লেখার স্টাইল এর ইফেক্ট দেখতে পাবেন।
আমরা ব্রাকগ্রাউন্ড এর সাথে লেখাকে মিশিয়ে দিব তাই Clear Emboss এর ক্লিক করে নিচে Play বাটনে ক্লিক করব।তাহলে নিচের মত করে লেখাটুকু ব্রাকগ্রাউন্ড এর সাথে মিশিয়ে যাবে।
কত সহজ না বন্ধুরা এবার নিজেই একবার ট্রাই করুন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অনেক দিন পর আপনাকে এই series এ পেলাম ।Plz, এই সিরিজ টা বন্ধ করবেন না । থাঙ্কস ।