তৈরি করার পূর্বের কথাঃ দীর্ঘদিন ধরে দেখি অনলাইনে ফটোসপের মত এডিটর। আর ভাবতে থাকি কিভাবে এটা তরি করা, এর স্ক্রিপ্ট কিভাবে লেখা ইত্যাদি, এ নিয়ে ব্যপক ঘাটাঘাঁটির পরেও পরেও খুব একটা সুবিধা করে উঠতে পারি নি। তাই এটা গবেষনা প্রায় বাদই দিয়েছিলাম।
কিন্তু গতকাল আমার বাংলাদেশের একটি ব্লগ “ওপেনওপিনিয়ন” এ দেখলাম তাদের ডেভলপার রিসোর্স
(মাঝে একটা কথা বলে রাখি এটা আমার কোন কৃতিত্ব নেই, আমি শুধু ধার করা স্ক্রিপ্ট টি একটু মডিফাই করেছি, এটার সম্পূর্ণ কৃতিত্ব বাহাউদ্দীন নামে কোন এক জিনিয়াস ব্লগারের)
ফোরামে ফটোশপের একটি অনলাইন স্ক্রিপ্ট, কেমন হবে না হবে ভাবতে ভাবতে ডাউনলোড দিলাম, ডাউনলোড করে ওপেন করে দেখলাম বেশ ভালো। এটার একটা প্রিভিউ দেখুনঃ
এবার শুরু করলাম এই স্ক্রিপ্ট টি নিয়ে গবেষনা, মাত্র ২ ঘন্টা পরিশ্রম করে এই ধার করা স্ক্রিপ্ট টি দিইয়ে আর আমার স্বল্পবিদ্যা দিয়ে তৈরি করে নিলাম এই HTML 5 ফটোশপ।
এবার দেখুন এই প্রায়ফটোশপ ব্যবহার করে কি কি করতে পারবেন।
এবার দেখুন এই প্রায়ফটোশপ ব্যবহার করে কি কি করতে পারবেন।
layers, transparency, offline graphics editing, filters, no-flash
open, edit, save images, various drawing tools like Magic Wand tool, Clone tool,
erase, fill, color picker, colour selector, layers, pencil, brush, shapes, trim, flip,
rotate, resize, transparency, zoom, grid, EXIF data, crop, export/import layers data,
paste from clipboard, 27 various filters including blur, Tilt Shift, perspective,
denoise, vignette, vintage, auto colorize, auto adjust colors, decrease color deapth,
histogram, gradients, Hermite resample, sprites, keypoints, heatmap, color to alpha.
ভালো লাগলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
কিভাবে ব্যবহার করবেনঃ
ডাউনলোড করার পরে জিপ ফাইল টি আনজিপ করে দেখুন ফোল্ডার এর ভিতরে index.html নামে ফাইল আছে এটা তে ডাবল ক্লিক করলেই মিনিফটোশপ টি আপনার ব্রাউজারে ওপেন হবে।
আমি আলম ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাপরে!কি বানাইছেন এইটা!যাকগে,এডিটিং করতে কি নেট লাগবে?