বর্তমান সময়ে technology কি এটার ব্যাখ্যা দেওয়ার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। বেশি কথা না বলে সরাসরি কাজের কথায় আসাই ভাল, ইন্টারনেটে যারা ঘাটাঘাটি করেন তারা হয়ত এই ছবিটার মত ইফেক্ট দেখে থাকবেন, আসলে যে কোন ছবি খুব সহজে এ ধরনের ইফেক্ট তৈরী করা যায়, বিভিন্ন technological terms এ সাধারনত এ ধরনের ইমেজ ব্যাবহার করা হয়ে থাকে । আপনারা চাইলে তৈরী করে করে নিতে পারেন নিজের একটি techno ইফেক্ট । খুব সহজ একটি কাজ , মাত্র এক দুই মিনিটেই তৈরী করে নিতে পারেন এরকম ইফেক্ট । ভূল ত্রুটির জন্য আগাম ক্ষমা প্রার্থী ।
আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Chorom Hoice Man !!