Photoshop দিয়ে ছবিতে দিন চমৎকার লিয়ন ইফেক্টস

আজকে দেখব কিভাবে ছবিতে লিয়ন effect দেওয়া যায় । আপনারা হয়ত অনেক সময় বিভিন্ন মডেলের ছবিতে এই ধরনের প্যাচানো ইফেক্ট দেখেছেন । আপনি চাইলে খুব সহজে ফটোশপ এর মাধ্যমে যে কোন ছবিতে এই ধরনের লিয়ন ইফেক্ট তৈরী করতে পারেন । আমি এর আগেই কয়েকটি পোষ্টে বলেছি , ফটোশপ এমন একটি সফটওয়্যার এর সাহায্যে একি কাজ আপনি বিভিন্ন ভাবে করতে পারেন । আমি যে পদ্ধতি জানি শুধুমাত্র দেই পদ্ধতি দেখাতে পারব । আপনারা অনেকে হয়ত এর চেয়ে ভাল পদ্ধতি জানেন । যারা জানেন না তাদের জন্যই এগুলো বানানো ।

নিচের ছবিটি হবে ফাইনাল ইফেক্ট
bdprozukti.blogspot.com-photoshop-effects-tutorial
তাহলে দেখে নিন নিচের ভিডিও , আমি কথা অনেক কম বলি কোন ক্ষেত্রে বুঝতে সমস্যা হলে দয়া করে জানাবেন ।

পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো পোস্ট । তবে আপনার টিউটোরিয়ালটি ভিডিও র পাশাপাশি PDF আকারে শেয়ার করলে আমার মতো যারা কম ব্যান্ড উইথ ব্যবহার করে তাদের খুব ই উপকার হত । আশাকরি বিষয়টি বিবেচনা করবেন ।ধন্যবাদ

কমেন্ট করার জন্য ধন্যবাদ। PDF আকারে দিতে প্রচুর সময় লাগে , যদি সময় বেশি থাকে তাহলে দেওয়ার চেষ্টা করব

ওনেক সুন্দর পোস্ট!

সাহেব বিশ্বাস, প্রযুক্তির খিদে, রায়হান আহমেদ ভাইকে বলছি সবাই বলছেন খুব ভালো পোস্ট কিনতু আমি তো ভিডিও লিংকটাই খুজে পাচ্ছিনা।

ভিডিও লিংকটা দিবেন

Level 2

ভাল হয়েছে।