এর আগে দেখিয়েছিলাম কিভাবে শত শত ছবিকে একসাথে রিসাইজ করতে হয় । আগের পদ্ধতিতে একটা বিষয় ছিল সেটা হল আপনি যে সাইজ ইনপুট দিবেন ঠিক সেই সাইজ টি হবে না । যেমন ধরেন কিছু ইমেজের হাইট বেশি , সে ক্ষেত্রে আপনি রিসাইজ করে photoshop আপনার ইনপুট করা হাইট ঠিক রাখবে কিন্তু width ঠিক থাকবে না, আবার যে ইমেজের width বেশি সেটার রিসাইজ করার সময় height ঠিক থাকবে না । তবে আপনার ছবির রেজুলেশন ঠিক থাকবে , ছবি ফেটে যাওয়া বা মুটিয়ে যাবে না ।
এখন আপনি যদি চান ছবি মোটা হয়ে যাক আর চিকন হয়ে যাক, তাতে কোন সমস্যা নাই , আপনি যে height এবং width দিয়েছেন ঠিক সেটিই রাখবেন তাহলে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন । আপনি যে হাইট এবং width দিবেন ঠিক সেটিই আউপুট হিসেবে নিতে পারেন খুব সহজে ।
আগের রিসাইজ করার পদ্ধতি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন -- এখান থেকে
আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন। খুব ভালো লাগলো। তবে একটা ছোট সাহায্য করুন। আপনি যে ফটোশপ ভার্সনটি ব্যবহার করছেন তা আমাকে দিন। মেইল অথবা মিডিয়াফায়ার লিংক। কৃতজ্ঞ থাকবো।