১.File মেনুর New সাবমেনু নির্বাচনের মাধ্যমে অথবা শর্টকাট কী Ctrl+N চেপে একটি নতুন ফাইল তৈরি করুন। দেখবেন New শীর্ষক আপশন ডায়লগ বক্সতি প্রদর্শিত হচ্ছে।এবার এর অপশনসমূহ নিচের ছবির মত মান নিধারন করুন।
২. টুলবার থেকে টাইপ টুলটি নির্বাচন করে এবার এতে আপনার পছন্দসই যে কোন একটি একটি শব্দ টাইপ করুন ।আমি এই খানে আমার নাম টাইপ করছি । লক্ষ্য রাখবেন অক্ষরটির ফন্ট সাইজ যেন বড় না হয় এবং এটি যেন ক্যানভাসে মাঝামাঝি অবস্থানে থাকে। আর আমি এই খানে আমার পছন্দের ফন্ট Tahoma নির্বাচন করছি।
৩.এবার Layer>Layer style> Bevel&Emboss এর পর নিচের ছবির মত মান নির্ধারণ করুন।
সমস্ত অপশন যথাযথভাবে নির্ধারণের পর OK বাটনে ক্লিক করুন।
৪. এবার আপনি Layer>Layer Style>Gradient overlay মেনু নির্বাচনের মাধ্যমে এতে Gradient overlay স্টাইল প্রয়োগ করুন।
৫ . এবার আপনি Layer>Layer Style>Color Overlay মেনু নির্বাচনের মাধ্যমে এতে Color Overlay স্টাইল প্রয়োগ করুন।
দেখবেন আপনার টেক্সট এক ধরনের প্লাসটিক Effect তৈরি হয়ে গেছে।
৬.তবে প্লাসটিক Effect কে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে আপনি এতে Inner shadow প্রয়োগ করতে পারেন। এজন্য আপনি Layer>Layer style>Inner shadow মেনু নির্বাচন করুন। নিচের ইমেজ এর মত মান নির্ধারণ করুন।
৭.এবার আপনি Layer>Layer style>Drop Shadow মেনু নির্বাচনের এর মাধ্যমে এতে Drop Shadow প্রয়োগ করুন।
এর পর নিচের মত আউটপুট দেখতে পারবেন।
এই রকম আরও একটি
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।