১.আজকে আমি আপনাদের অ্যাডোব ফটোশপ এ পেস্ট ইন টু কমান্ড এর ব্যবহার দেখাবো।
প্রথমে 4shared .com থেকে সোর্স ফাইল ডাউনলোড করে নিন।
আমরা প্রজাপতির ছবিটিকে Magnifier Glass এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মাস্ক করে স্থাপন করবো।
২.প্রথমে প্রজাপতিটির ছবিটিকে কপি করতে হবে। এজন্য Ctrl+A শর্টকাট কি চেপে পুরো ইমেজটিকে সিলেক্ট করে Ctrl+C চাপুন।
৩. এবার Magnifier ইমেজটির শুধুমাত্র Glass টি সিলেক্ট করুন।
এটি করার জন্য আপনাকে টুলবক্স থেকে ম্যাজিক ওয়ান্ডটুল
সিলেক্ট করুন।এবং glass এর মধ্যবর্তী সাদা অংশে ক্লিক করুন।দেখবেন খুব সুন্দর ভাবে সিলেক্ট হয়েগিয়েছে।
৪.এর পর Edit>Paste Info মেনু নির্বাচন করুন।
৫. এর পর Ctrl+T চেপে ফ্রী ট্রান্সফ্রম করে আপনার মনের মত করে বসিয়ে নিন।
৬.আপনি চাইলে এই ইমেজটিতে লেয়ার স্টাইল দিতে পারেন। এইটি করতে লেয়ার এর উপর ক্লিক করুন এরপর আপনার সামনে একটি লেয়ার স্টাইল বক্স শো করবে। আপনি আপনার মত করে ইমেজটিতে নতুন রূপ দিতে পারেন।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।
এই টিউন টি আগে আমার ব্লগ এ প্রকাশ হয়েছে।
আমার সকল টিউন পড়তে নিচের ইমেজটিতে ক্লিক করুন
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
বাংলাভাষায় যে কোন জিনিস প্র্যাক্টিক্যাল দেখানো এবং বোঝানোর ক্ষেত্রে ভিডিও টিউটোরিয়াল হতে পারে সর্বোত্তম মাধ্যম।