ম্যাকে অ্যাডবির মাস্টার কালেকশন ফুল ভাশ‍র্ন করুন এক নিমিষেই !!!

সবাইকে সালাম জানিয়ে আমার ১২তম টিউন শুরু করছি। আসলে আগে নেট এর সাথে যেরকম একটিভ এখন আর ঐরকম থাকা হয়না কারণ বয়স যতই বাড়ছে ব্যস্থতাও তত বাড়ছে। আচ্ছা যাক কাজের কথায় আসি- আজকের টপিক হচ্ছে ম্যাকে কিভাবে এডোবির মাস্টার কালেকশন ফুল ভার্শন করব! হ্যা আমি আপনাদেরকে ফূল ভার্শন করে দেখাব। সেজন্য আপনাদেরকে একটু চিত্র গুলো ভাল করে লক্ষ্য করতে হবে। তাহলে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্লাশ, প্রিমিয়ার কোন ট্রিয়াল ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন।

প্রথমে আপনাকে একটি টরেন্ট ফাইল ডাউনলোড করতে হবে। এই ফাইলটা হচ্ছে এডোবির মাস্টার কালেকশনের। অনেক বড় ফাইল প্রায় ৬ জিবি মত।

টরেন্ট ডাউনলোড

ডাউনলোড করা শেষে আপনার জিপ ফাইলটি এক্সট্রাক করেন। এক্সট্রাককৃত ফ্লোডারে তিনটি ফাইল থাকবে....

এই তিন ফাইলের মধ্যে dmg লেখা যে ফাইলটি আছে ঐখানে ক্লিক করলে নিচের মত একটি বার আসবে

এখান থেকে Adobe Cs6 Master Collection ফাইলটিতে ক্লিক করলে সেটাপ হওয়া শুরু হবে। তারপর আপনার থেকে জিজ্ঞেস করা হবে আপনি Trail দিবেন নাকি লাইসেন্স কোড দিয়ে দিবেন। এখান থেকে আপনি Trial ভার্শনে সেটাপ দিবেন। সেটাপ হওয়ার পর কোন ফটোশপ ফাইল ওপেন না করে  আপনি প্রথমে আপনার Application এ গিয়ে ফাটোশপ আইকনটার উপরে ডার বাটন ক্লিক করলে উপরের চিত্রের মত আসবে। এখন আপনি যদি open ক্লিক করেন তাহলে নিচের ছবির মত আসবে..

উপরে ছবিতে যে ফটোশপের আইকনটা আছে ঐটাতে ডান বাটন ক্লিক করলে নিচের ছবির মত অপশন আসবে...

Show Package Contents এ ক্লিক করলে নিচের মত ছবি আসবে...

উপরে চিত্রে যে Frameworks নামে ফোল্ডারটি আছে এটা ওপেন করলে নিচের মত চিত্র আসবে...

উপরের ছবিতে যে লাল গোল চিহ্নিত ফাইলটি আছে ঐটা হচ্ছে মাস্টার কালেকশনের প্যাচ ফাইল। এখন আপনার কাছ হচ্ছে ফাইল ডাউনলোড করার পর আপনি যে জিপ ফাইলটি এক্সট্রাক করেছিলেন ঐখানে তিনটি ফাইলের মধ্যে একটা প্যাচ নামে ফোল্ডার আছে। আপনি ঐ ফোল্ডারে ঢুকে দেখবেন amtilb.framework নামে একটা ফোল্ডার আছে। ঐটা কপি করে আপনাকে উপরের ছবির ফাইলে Replace করে দিতে হবে। এখন ফটোশপ ওপেন করলে দেখবেন আর ট্রিয়াল ভার্শনের বারটি আসবেনা...

বি:দ্র: ফটোশপের মত প্রত্যেক সফট যেমন- Flash, Illustrator, Premiar...সবগুলোকে ফুল ভার্শন করতে হলে উপরের ফটোশপ যেভাবে করে দেখিয়েছি ঐরকম ভাবে সবগুলোতে করতে হবে....

এতটুকুতে শেষ করলাম। আর যদি এতেও বুঝে না আসে তাইলে কমেন্টে জানাবেন....

Level 0

আমি saifarafat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস