আজ আমি আপনাদের একটা জটিল জিনিস শেখাবো , আশা করি ভাল লাগবে ।
আজকের বিষয়টি কিভাবে ঠোটের রঙ change করবেন ফটোশপ ব্যাবহার করে। এটি করা খুব সোজা । শুধু আমার Instruction গুলো Follow করুন ।
প্রথমে আপনার ফটোশপ Open করুন ।
তারপর আপনি যে ফটোটির ঠোটের রঙ Edit করতে চান সেটি Open করুন।
এরপর আপনি Polygonal Lasso Tools(L) এ ক্লিক করুন ।
এরপর খুব সাবধানে ঠোটের অংশ টুকু Select করুন।
Select করা শেষ হলে Image এ যান এরপর Adjustment এরপর Hue/saturation এ ক্লিক করুন।
এরপর আপনি মাউস কার্সর টি বাম থেকে ডানে বা ডান থেকে বামে টানুন দেখেছেন কিভাবে ঠোটের রঙ Change হল ।
এরপর OK ক্লিক করুন , আপনার কাজ শেষ। তো আর কোন সমস্যা থাকার কথা না। থাকলে বলবেন। কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু ।
ভাল থাকবেন ।
আল্লাহ হাফিজ।
সৌজনে প্রযুক্তির পোকা
আমি প্রান্ত আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks