টিটিতে এটা আমার প্রথম টিউন। তাই যদি আমার কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন।
আমরা হলাম সাধারন মানুষ। অনেকের মধ্যে DSLR কেনার জন্য হয়ত সামর্থ নেই। তাই তাদের মধ্যে আমার কতগুল বন্ধু আছে যারা DSLR দিয়ে ছবি তুলে। কিন্তু আমার স্বভাব হল অন্যের কাছে কিছু চাইতে খারাপ লাগে। কিন্তু অদের ছবি ফেসবুকে দেখে আবার হিংসাও হয়। পরে আমার মনে পরল, আরে ফটোশপতো সব পারে। তাই নিজেই একটু চেষ্টা করে দেখি ছবিকে DSLR এর রূপ দেউয়া যায় কিনা। আমার চেষ্টা বিফল হয়নি। প্রথম চেষ্টাই সফল হল। আমার বন্ধুরা দেখে বলল DSLR কার? তাই ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তাই কি-বোর্ড নিয়ে বসে পরলাম। যদি ফটোশপ ব্যবহার করে সব করা যায় তাহলে আর ৩৫-৫০ হাজার টাকা দিয়ে DSLR কিনে লাভ কি? তাহলে শুরু করা যাক।
আমারা সবাই জানি DSLR দিয়ে তোলা ছবিতে চেহারা বা দেহ ছাড়া জায়গা ছাড়া বাকি জায় গা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঘোলা থাকে। এর ফলে আপনার চেহারায় ফোকাস দেয় যার ফলে চেহারাটা সুন্দর দেখতে লাগে। যদি আপনারা আপনাদের কোনো ছবিতে DSLR এর রূপ দিতে চান তাহলে ফটোশপ CS3 বা এর ও পরের কোনো ভার্সন দিয়ে ছবি ওপেন করে বসে পরুন। তারপর কি করবেন তা আমি বলছি।
আবার বলছি যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন
আমাকে ফেসবুকে পাবেন Fanciful Osama
আমি এসকে ওসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো গোছানো tune.