ফটোশপ CS5 ব্যবহার করে ছবিকে DSLR এর রূপ দিন খুব সহজে…

টিটিতে এটা আমার প্রথম টিউন। তাই যদি আমার কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন।

আমরা হলাম সাধারন মানুষ। অনেকের মধ্যে DSLR কেনার জন্য হয়ত সামর্থ নেই। তাই তাদের মধ্যে আমার কতগুল বন্ধু আছে যারা DSLR দিয়ে ছবি তুলে। কিন্তু আমার স্বভাব হল অন্যের কাছে কিছু চাইতে খারাপ লাগে। কিন্তু অদের ছবি ফেসবুকে দেখে আবার হিংসাও হয়। পরে আমার মনে পরল, আরে ফটোশপতো সব পারে। তাই নিজেই একটু চেষ্টা করে দেখি ছবিকে DSLR এর রূপ দেউয়া যায় কিনা। আমার চেষ্টা বিফল হয়নি। প্রথম চেষ্টাই সফল হল। আমার বন্ধুরা দেখে বলল DSLR কার? তাই ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তাই কি-বোর্ড নিয়ে বসে পরলাম। যদি ফটোশপ ব্যবহার করে সব করা যায় তাহলে আর ৩৫-৫০ হাজার টাকা দিয়ে DSLR কিনে লাভ কি? তাহলে শুরু করা যাক।

আমারা সবাই জানি DSLR দিয়ে তোলা ছবিতে চেহারা বা দেহ ছাড়া জায়গা ছাড়া বাকি জায় গা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঘোলা থাকে। এর ফলে আপনার চেহারায় ফোকাস দেয় যার ফলে চেহারাটা সুন্দর দেখতে  লাগে।  যদি আপনারা আপনাদের কোনো  ছবিতে DSLR এর  রূপ দিতে চান  তাহলে ফটোশপ CS3  বা এর ও পরের  কোনো ভার্সন দিয়ে ছবি ওপেন করে বসে পরুন। তারপর কি করবেন  তা আমি বলছি।

  • প্রথমে Quick Silection Tool দিয়ে আপনার চেহার বা নির্দিষ্ট যায়গা চিত্রের মত সিলেক্ট করুন।

  • এবার CTRL + Shift + I চাপুন। এতে সিলেক্ট করা জায়গা ছাড়া অন্য সকল যায়গা সিলেক্ট হয়ে যাবে।

  • এবার চিত্রের মত মেনুবার থেকে Filter>Blur>Lens Blur সিলেক্ট করুন।

  •  চিত্রের মত সবকিছু দিয়ে বের হয়ে আসুন। এবং CTRl + D চেপে সিলেক্ট করা অংশ ডিসসিলেক্ট করে দিন।

  • এবার টুলবার থেকে ব্লার টুল সিলেক্ট করুন এবং Strength দিন 50%।

  • এবার ব্রাশের সাইজ করে দিন 60px। এবং আপনার দেহের চারপাশে তা দিয়ে কোণাগুলো মসৃণ করে দিন।
  • তাহলে আপনি নিম্নের মত ছবি পাবেন...

বিঃ দ্রঃ মনে রাখতে হবে যেহেতু ফটোশপ নিয়ে কাজ করছে তা করতে হবে দক্ষতার সাথে এবং ধীরে ধীরে সুন্দরভাবে। চেষ্টা করতে করতে আপনিও সফল হবেন...

আবার বলছি যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন

আমাকে ফেসবুকে পাবেন Fanciful Osama

সময় পেলে আমার ছোট্ট সাইট থেকে ঘুরে আসবেনঃ Fanciful Web...

Level 2

আমি এসকে ওসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো গোছানো tune.

দারুন হয়েছে নতুন টিউন হিসাবে @ আরো ভাল টিউন চাই, আশা করি পারবেন, চালিয়ে যান @ সাথে আছি । ধন্যবাদ

ধন্যবাদ! ধন্যবাদ! এবং ধন্যবাদ! এইটাই আমার প্রথম পাওয়া কমেন্ট… ধন্যবাদ @Tanjamin ভাই…

আমিও আশা করছি আপনাদের নিয়মিত নতুন টিউন দিবো। সাথে থাকার জন্য ধন্যবাদ! @হোছাইন আহম্মদ ভাই…

বেশ গোছানো টিউন। পড়ে ভালো লাগল।

Level New

Good Job.

খুব ভালো একটি টিউন।
স্ক্রীনশটগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের বুঝতে সুবিধা হল।

আসলেই অনেক অনেক সুন্দর হয়েছে। Best Of Luck 😀

Level 0

thanks vai…valo likhsen amar khub valo kaj e lagbe… accha cs5 or cs6 ei rokom gula download er kono link dite parben???

Thank you. It is realy useful.

thaks bro info share korar jonnoh