ফটোশপ এর যাদু [পর্ব-৪৬] :: ফটোশপের কারসাজি আপনার নিজের তৈরি করা ব্রাকগ্রাউন্ডে দিয়ে দিন আপনার ছবি

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।


আমার ফটোশপের যাদু এক এক করে আজ ৪৬ তম পর্বে হাজির হয়েছি, আজ আমরা ফটোশপ যাদুর পর্বে শিখব কিভাবে নিজের ব্রাকগ্রাউন্ড এ নিজের ছবি দেওয়া যায় তার নিয়ম, অনেকের হয়ত এই সহজ নিয়ম টি জানা আছে যাদের জানা নেই তাদের জন্য আজকের টিউন। নিজের কথাগুলো ভাল করে খেয়াল করুন আর তৈরি করুন ডিজাইন।

প্রথমে ফটোশপ চালু করুন তারপর মেনু থেকে File > New ক্লিক করে নিচের মত ১টি পেজ নিন ।

এবার foreground color আপনার পছন্দের মত এবং background color পছন্দমত সিলেক্ট করুন। তারপর টুল বার থেকে Gradient tool টি সিলেক্ট করে নতুন পেজের নিচ থেকে উপর পর্যন্ত একটি রেখা টান দিন ।

এবার মেনু থেকে Filter>Distort> Wave এ ক্লিক করুন ।

তাহলে নিচের মত একটি পপ-আপ উইন্ডোটি আসবে। নিচের মত মান অথবা নিচের ইচ্ছামত মান দিয়ে Ok করুন।

এখন আবার মেনু থেকে Filter > DISTORT> Polar Coordinates এ ক্লিক করুন।

তাহলে নিচের ছবির মত একটি উইন্ডো আসবে, নিচের মত করে OK করুন।

সবশেষ আমাদের ছবিটি দেখতে এই রকম হবে।

আর আপনার যদি ব্রাকগ্রাউন্ড কালার সুন্দর না হয় তাহলে মেনু থেকে image >Adjustment> Brightness/Contrastক্লিক Hue /Saturation করুন, তারপর Colorize” অপশনটি সিলেক্ট করে Hue /Saturation-এর স্লাইডার গুলোকে ডানে বামে সরিয়ে পছন্দমত রঙ সিলেক্ট করে নিন।

এবার আমাদের নিজের তৈরি করা ব্রাকগ্রাউন্ড এর মধ্যে নিজের ছবি দিতে হলে, ফটোশপে আপনার ছবি ওপেন করে ব্রাকগ্রাউন্ড মধ্যে ছেড়ে দিন নিচের মত করে।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল। কিন্তু মনে হয়…।পারমু না…।।ছবি তা কাম্নে দিমু?/

Level 0

ফটোশফ আমি একটু আর একটু জানি । এ্যাকশন। প্লাগিন । স্কীপট । আমি আপনাকে একটি স্কীপট দিতে চাই আপনার ছবি নাম্বার এবং তারিখ ফটোশফ এক ক্লিকে এ্যাকশেন মাধ্যমে বসে যাবে আপনার ছবিতে । যদি লাগে আমার সাথে কন্টাট করবেন। আপনার মত সুন্দর করে টিউন করতে ইচ্ছে করে তবে কাজের ব্যস্ততায় ঠিক মত পোষ্ট লেখা হয় না।

    @bd99.tk: এই নিয়ে আপনি ১টি টিউন করে ফেলুন আমাদের জন্য @ আর স্ক্রীপটা আমাদের মাঝে শেয়ার যেন সবাই জানে @ ধন্যবাদ

Level 0

অামি একটি মহা সমস্যায় পড়েছি। আমার কম্পিউটারে যেকোনো office program set up দিলে তা install successfull হয়। তবে start up এ ক্লিক করলে office program এ empty দেখায়। এখন আমকে এ ব্যাপারে help করেন।আমি জানি আপনি এসব বিষয়ে খুব দক্ষ তাই আপনার কাছ থেকে এই সমস্যার সমাধান পাবো বলে আশা করছি।

    @Ska91: Desktop এর মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করে New> Microsoft Word Document এ ক্লিক করুন, যদি ক্লিক করার পরে Microsoft Word চালু না হয় তাহলে বুঝা যাবে আপনার Microsoft Word প্রোগ্রাম ইন্সটল দেওয়া হয়নি হয়তবা ইন্সটল দেওয়া হয়েছে ভাইরাস এর কারনে তা চালু হচ্ছে না এর থেকে ভাল আপনি পিসিকে Windows দিয়ে পুরো কম্পিউটার ভাল একটি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে তারপর Microsoft Word প্রোগ্রাম সেটআপ দিন। আশা করি সমস্যা দূর হবে।

Level 0

হোসেন ভাই প্রথমে আপনার সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। আমি একটি সমস্যায় আছি। আমি আমার পিসি তে Photoshop Cs6 64 bit install করিছি। (আমার পিসি 64 বিট সাপোর্ট করে এবং আমার windows এবং অন্যান্য program , ‍Software সবই 64 বিট।) কিন্তু ps cs6 কিছুক্ষন চলার পর Adobe photoshop cs6 has stop working…but কোন কাজ না করলে বন্ধ হয় না। কাজ করতে গেলেই কিছুক্ষন পর এই মেসেস টা দেখায় । আমি বিভিন্ন জায়গা থেকে collection করে বার বার install করেছি কিন্তু্ ঐ একই সমস্যা। কি করব? সাহায্য চাই প্লিজ????

হোসেন ভাই আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই চেইন টিউনের জন্য। আপনার মঙ্গল কামনা করছি।

শুকরিয়া @হোছাইন আহম্মদ ভাই