আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
ফটোশপ দিয়ে নানার ধরনের ডিজাইন তৈরি করা যায়, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ব্রাকগ্রাউন্ড এর ট্রান্সপারেন্ট লেখা লিখতে হয় তার নিয়ম।
প্রথমেই ফটোশপে যে কোন একটি ছবি ওপেন করুন।
এবার আমরা ১টি নতুন লেয়ার নিয়ে তা White কালার দ্বারা Fill করব। নিচের মত করে।
এবার টুলবার থেকে Type Tool সিলেক্ট করে আপনার কাঙ্খিত লেখা লিখুন।
এবার মেনু থেকে Layer > Rasterize > Layer এ ক্লিক করুন।
এবার আমাদের Layer প্যালেট Text লেখাটি সিলেক্ট না থাকলে সিলেক্ট করে, কিবোর্ড থেকে CTRL চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করুন। তাহলে লেখাটি সিলেক্ট হবে।
এবার নিচের মত Layer1 সিলেক্ট করে কিবোর্ড থেকে Delete প্রেস করুন।
এবার Text লেয়ারটি Hide করতে Text Layer এর পাশে চোখ এর উপর ক্লিক করুন।
এবার Toolbar থেকে Marquee tool সিলেক্ট করে কিছু সাদা অংশ ছবির মত সিলেক্ট করি।
এবার মেনু থেকে Select > Inverse অথবা কি-বোর্ড থেকে Shift+Ctrl+I প্রেস করুন।
নিচের মত সিলেকশন হবে।
এবার কিবোর্ড থেকে Delete কি প্রেস করুন। নিচের ছবির মত হবে।
এবার Layer প্যালেট থেকে Opacity কমিয়ে দিন।
সবশেষ আমাদের ফাইনাল আউটফুট ছবিটি।
বিঃদ্রঃ আমি কাজটি অনেক দ্রুত করেছি তাই সুন্দর হয়নি, আপনি একই নিয়মে বুঝে কাজটি করুন দেখবেন অনেক সুন্দর হবে।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
এটার একটা সহজ উপায় আছে। Rectangular Marquee Tool দিয়ে নতুন লেয়ারে যেকোন সাইজ সিলেক্ট করে White দিয়ে Fill করতে হবে। এর পর এর উপর যেকোন টেক্সট লিখতে হবে। এবং ফাইনালি টেক্সট লেয়ারের Blending অপশনে গিয়ে Knockout ‘Shallow’ দিয়ে Fill opacity 0% করলেই হবে।