ফটোশপ এর যাদু [পর্ব-৪৪] :: কোন প্রকার প্লাগইন্স ছাড়া Photoshop এ তৈরি করুন ছবির ডিজাইন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

যে ছবির ডিজাইন তৈরি তা ফটোশপে ওপেন করুন।

এবার Toolbar থেকে Eliptical Marquee tool সিলেক্ট করে আপনার ছবির নির্দিষ্ট অংশ সিলেক্ট করুন।

এবার মেনু থেকে Select  > Feather এ ক্লিক করুন। অথবা কিবোর্ড থেকে CTRL+ALT+D প্রেস করুন। তাহলে নিচের মত আসবে।

এবার Feather বক্স এ ৪০ অথবা পছন্দের মান দিয়ে Ok তে ক্লিক করুন।

এখন আমাদের কাজ হচ্ছে কালার সিলেক্ট করা টুলবার থেকে Background কালার ছবি অনুযায়ী একটি কালার নিন ।

এবার মেনু থেকে Select > Inverse ক্লিক করুন। অথবা কিবোর্ড থেকে SHIFT+CTRL+I প্রেস করুন। তাহলে নিচের ছবির মত সিলেকশন হবে।

এবার সবশেষ কি-বোর্ড থেকে ALT চেপে ধরে BACKSPACE প্রেস করুন, অথবা  Tool Bar থেকে Gradient Tool সিলেক্ট করে পছন্দের কালার সিলেক্ট করে ছবির মধ্যে টান দিন।

তাহলে আপনার ছবিটি নিচের মত হবে।

একই নিয়মে আপনি বিভিন্ন কালার দিয়ে ছবিকে ফুটিয়ে তুলতে পারেন ।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবশ্যই ভাল, আলবৎ ভাল। খুবই সহজভাবে আপনি আপনার উপস্থাপনাগুলো তুলে ধরেন। ভাল না হয়ে কি পারে? তাছাড়া আপনি হলেন গিয়ে ফটোশপের যাদুকর।

valo onek valo laglo

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।