ফটোশপ এর যাদু [পর্ব-৪৩] :: যে কোন ফটো ফ্রেমে লাগিয়ে নিন আপনার ছবি

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমরা যারা ছবি নিয়ে কাজ করি আর যারা স্টুডিও এর কাজ করে তাদের কে আর বলতে হবে না কিভাবে ফ্রেমের ভিতর ছবি দিতে হয়, আর যারা জানেন না তাদের জন্য উপকার হবে। আমার আগের টিউনগুলো থেকে ছবি ফ্রেম গুলো নামিয়ে নিন যদি আপনার কাছে কোন ফ্রেম না থাকে।

তারপর ফটোশপ চালু করুন

তারপর ফ্রেম আর ছবি ফটোশপে ওপেন করুন নিচের মত করে।

এবার লেয়ার প্যালেট এর Duplicate layer বাটনে ক্লিক করে ১টি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিন ।

এখন টুলবার থেকে Pen Tool সিলেক্ট করে ফ্রেমের চারপাশে সিলেক্ট করুন ।

এবার কি-বোর্ড থেকে Delete কি প্রেস করুন তাহলে দেখবেন নিচের মত হবে।

এবার নিজের ছবিকে Move টুল দিয়ে টেনে ফ্রেমে বন্দি করে দিন, নিচের মত করে।

সবশেষ File>Save As ক্লিক করে সেভ করে রাখুন ।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo

Level 0

খুব ভাল হয়েছে ।

আপনার কোন এক টিউনে কমেন্ট করেছিলাম কিন্তু রিপ্লে পাইনি 🙁 যাইহোক
ফটোশপ দিয়ে কি ব্যাকগ্রাউন্ড ঝাপসা করা যাই? ফটো টা দেখুন এরকম
https://m.ak.fbcdn.net/photos-c.ak/hphotos-ak-xfp1/t1.0-0/10245351_525202114247972_1251700443346192960_n.jpg

    @রনি মনে হয়: সময়ের অভাবে আগের টিউন গুলোর টিউমেন্ট দেখা হয়নি। তাই রিপ্লে দেওয়া হয়নি। আর আপনি যে ছবির চারপাশে ব্রাকগ্রাউন্ড ঝাপসা দেখছেন এখন এমন এক ক্যামেরা বের হয়েছে যা দিয়ে ছবি তুললে ছবি বাদে আর বাকি চারপাশ ঝাপসা হয়ে যায় অটোমেটিক, ক্যামেরা দামও অনেক আর অনেকে তো এই ক্যামেরা কেনার সাধ্য নেই তাই ফটোশপের আমার এই টিউনটি দেখতে পারেন https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/204335 @ ধন্যবাদ টিউমেন্ট এর জন্য ।

Level 0

ধন্যবাদ, কাজ টা ভাল লাগলো । আমি ফটোশপে এক জন নতুন ছাত্র । আমি জানতে চাচ্ছিলাম কি ভাবে ছবির মধ্যে থেকে তারিখ ডিলিট করে এবং কি ভাবে ছবির মধ্যে ছায়া ডিলিট করে ।