ফটোশপে ক্রিয়েটিভিটি [পর্ব-০২] :: সানগ্লাসে নকল রিফ্লেকশন ইফেক্ট

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি কিরণ শুরু করতে চলেছি আমার ফটোশপে ক্রিয়েটিভিটি নামক চেইন টিউনের ২য় পর্ব।

আপনারা অনেক সময় দেখে থাকেন বিভিন্ন মডেলদের সানগ্লাস পরিহিত ছবিতে তাদের সানগ্লাসে সামনের বস্তুর প্রতিবিম্ব খুব সুন্দর করে ফুটে উঠে। কখনোও ভেবে দেখেছেন কী এটি আসলেও বাস্তব নাকি এর মধ্যে কোন রহস্য আছে ! 🙄

তাহলে চলুন দেখা যাক আমরা  ফটোশপ দিয়ে এর রহস্য উদঘাটন করতে পারি কিনা। 😛

আমাদের যা করতে হবে :

১) ফটোশপে একটি ছবি ওপেন করি। আমি নিচের ছবিটি ব্যবহার করেছি।

২) Quick selection tool সিলেক্ট করে নিচের ছবির মতো সানগ্লাসে সিলেকশন তৈরী করি।

এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে, সানগ্লাসের দুই পাশের গ্লাস ব্যতিত সানগ্লাসের ফ্রেমসহ অতিরিক্ত অংশ সিলেক্ট হয়েছে। এই অতিরিক্ত অংশ গুলো বাদ দেয়ার জন্য আমরা Quick selection tool সিলেক্ট থাকা অবস্থায় Alt বাটন ধরে রেখে অতিরিক্ত সিলেকশন হওয়া অংশ গুলোর ওপর ক্লিক করে অতিরিক্ত অংশগুলো বাদ দিতে পারি। নিচের ছবির মতো হবে।

৩) Quick selection tool সিলেক্ট থাকা অবস্থায় মেনুবারের নিচে Refine Edge বাটনের ওপর ক্লিক করুন।

এখন নিচের চিত্রের মতো আসবে। চিত্রের অনুরূপ সেটিংস গুলো করে নিন।

নিচের চিত্রের মতো দেখাবে। এখানে আমি একটা কথা লিখতে ভুলে গিয়েছিলাম! আপনারা যখন মূল ছবিটি ফটোশপে ওপেন করবেন তখন এটির লেয়ারের ওপর ডাবল ক্লিক করে লেয়ারটিকে আনলক করে নিবেন। ফলে এটি Layer 0 নামে রিনেইম হবে। এবার Layer 0 টি Visible করে দিন।

৪) এবার লেয়ার প্যালেটের নিচের দিকে লাল চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং Brightness/Contrast সিলেক্ট করুন।

এবার প্রথমে সবার নিচের লাল চিহ্নিত তীরের মতো বাটনটিতে ক্লিক করুন। এতে করে আমরা Brightness ও Contrast এর যে মান বসাব তা শুধু সানগ্লাসে কার্যকর হবে। তারপর চিত্রের মতো Brightness ও Contrast এর মান বসান।

৫) এবার নতুন একটি ছবি আনতে হবে যেটিকে আমরা সানগ্লাসে রিফ্লেক্ট করব। আমি নিচের ছবিটি ব্যবহার করেছি।

এবার এই ছবিকে আমরা ড্রাগ করে পূর্বের ছবির ওপর নিয়ে আসি।

৬) Layer 1 এর ওপর রাইট ক্লিক করে Clipping Mask অপশনটি সিলেক্ট করি। ফলে নিচের ছবির মতো হবে।

৭) Layer 1 এ Ctrl+T বাটন চেপে ছবিটিকে ট্রান্সফর্ম করে একটু ছোট করে নেই। এবারLayer 1 সিলেক্ট থাকা অবস্থায় Eraser tool সিলেক্ট করে নিচের চিত্রের মতো করে ছবিটির বাড়তি অংশ মুছে ফেলি।

৮) আমাদের সব শেষ কাজ হচ্ছে Layer 1 এর ব্লেন্ডিং মুড পরিবর্তন করে Hard light করা এবং এর Opacity কমিয়ে 49% করে দেয়া। নিচের ছবি দেখুন।

  😛 ভালো লাগলে কেউ টিউমেন্ট করতে ভুলবেন না। 😛

Level 0

আমি কাইনেটিক মাল্টিমিডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস