কেমন আছেন আমার নিয়মিত পাঠকেরা? যারা নতুন তাদেরকেও স্বাগতম। সবাই যখন চেইন টিউন্স নিয়ে মেতে, তখন আমি পিছিয়ে থাকি কীভাবে? শুরু করলাম আমার চেইন টিউন "কে হতে চায় ফটোশপার," আশা করছি এই যাত্রায় সবাই আমার সঙ্গেই থাকবেন।
প্রথম পর্ব, তাই ধামাকেদার কিছু আনা প্রয়োজন। কিন্তু প্রথমেই যদি সাধারণের বোধগম্যতার বাইরে কিছু দেই, তাহলে তো আমার নাম ধুলোয় মিশে যাবে... যাই হোক, আজকে নিয়ে এলাম নিম্ন মাঝারি লেভেলের একটি টিউটরিয়াল।
নামঃ উড়ন্ত পতাকা।
কাঠিন্য স্তরঃ নিম্ন মাঝারি।
এখানে আমরা একটি পতাকাকে উড়াব। হাসবেননা... আসলেই উড়াব। টিউটরিয়াল শুরু করার আগে সর্বশেষ ফলাফল দেখে নেই-
এটি প্রস্তুত করতে আমাদের যা যা লাগবেঃ
ধাপ ১ - এখানে প্রথমেই আপনাকে একটি PSD সেভ করতে হবে। উড়ন্ত সাদা কাপড়টি ফটোশপে চালু করুন। আর তাকে Displace.psd নামে সেভ করুন।
ধাপ ২ - বাংলাদেশের পতাকাটিকে ফটোশপে চালু করুণ। (এখানে খেয়াল রাখবেন, যেন আপনার পতাকা এবং ওই উড়ন্ত সাদা কাপড় এর সাইজ সমান হয়। এক্ষেত্রে উভয়েই 800x400 পিক্সেলস।) এখন Filter মেনু থেকে Distort সাবমেনু এবং তার ভেতর হতে Displace সিলেক্ট করুন।
OK করার সঙ্গে সঙ্গেই একটি PSD ফাইল চাবে ফটোশপ। এখন ওই Displace.psd কে সিলেক্ট করুন। কী ফলাফল পেলেন? যাই পেলেন, তা শুরু মাত্র।
ধাপ ৩ - আপনার বাংলাদেশের পতাকার উপড় এখন ওই উড়ন্ত সাদা কাপড়টা বসান (নতুন লেয়ারে)। এই লেয়ারের Blending Options করে দিন Multiply, দেখতে কিছুটা এমন হবে-
ধাপ ৪ - এখন Gradient Tool সিলেক্ট করুন। Transparent ► Black হবে তার কালার প্রপারটিজ আর Gradient Type হবে Radial, ঠিক এরকম-
ধাপ ৫ - অতঃপর (নতুন লেয়ারে) নিচের মত করে টান মারুন-
ধাপ ৬ - এই লেয়ার এর প্রপারটিজ হবে এমন-
ধাপ ৭ - এই লেয়ারের একটি Duplicate করুন। সেই Duplicate এর প্রপারটিজ হবে এমন-
এখন আমাদের কাজ শেষ। আশা করছি আপনি নিচের ফলাফলটি লাভ করেছেন-
আপনাদের অনেকের হয়ত এটি প্রস্তুত করতে সমস্যা হতে পারে, তাই আমি আমার বানানো PSD ফাইল দিয়ে দিচ্ছি, নিচের বাটন থেকে নামিয়ে নিন-
আমি বীভৎস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু বলার নাই।
Nice bro ! carry on stay with you … 🙂