আসসালামুওয়ালাইকুম।
আজ ফটোশপের দুনিয়া শীর্ষক চেইন টিউনের পঞ্চম পর্বে আমি দেখাব টুডি ছবিকে কিভাবে টুডির ভিতরেই থ্রিডির রুপ দেওয়া যায়। এই কাজে আমি কোন এক্সট্রা ৩ডি অপশন ব্যবহার করব না, তাই এই কাজটি যেকোন ভার্শনের ফটোশপে করা যেতে পারে। তো চলুন দেখাযাক কিভাবে এটা করা যায়।
আমি এই টিউটোরিয়ালে একটা বাঘের ছবি ইউস করেছি। প্রথমে ছবিটা ফটোশপে ওপেন করি।
এখানে একটা আক্রমনরত বাঘের ছবি ব্যবহার করা হয়েছে। আমরা লেয়ার প্যালেটে একটা Background নামে লেয়ার পাবো , আমরা এটাকে রিনেম করে নামটা চেঞ্জ করে নিতে পারি।
ব্যাকগ্রাউন্ড লেয়ারে ডাবলক্লিক করলেই আমরা এমন একটি ডায়ালোবক্স পাবো, এখান থেকে ইচ্ছামত নাম দিয়ে দিতে পারি।
নতুন একটা লেয়ার নেই।
উপরের চিত্রের মত অংশটুকু সিলেক্ট করি।
ফরগ্রাউন্ড কালার সাদা নিয়ে Alt+ Delete প্রেস করে সিলেক্টেড থাকা অংশটুকু সাদা রঙ দিয়ে পূর্ন করি। এখানে সাদা বাদে অন্য কালারও ব্যবহার করা যাবে, বর্ডার স্টালের প্যাটার্নও ব্যবহার করা যাবে।
এবার আবার ওই লেয়ারের মাঝের সদা অংশটুকু এমনভাবে ডিলিট করি যাতে এটা একটা বর্ডারের মত দেখায়।
এবার Ctrl+T প্রেস করি অথবা এডিট থেকে Free Transform সিলেক্ট করি। এবার Ctrl চেপে ধরে চিত্রের ন্যায় লেয়ারের একপাশের অংশ উপর নিচ থেকে সরু করে দেই। ঠিকমত হয়ে গেলে এন্টার প্রেস করি।
এবার টাইগার লেয়ার সিলেক্ট করে, উপরের অনুসারে অংশটুকু পেন টুলের সাহায্যে সিলেক্ট করি।
পেন টুলের সাহায্যে সিলেকশন হয়ে গেলে রাইট ক্লিক করে Make Selection থেকে Feather Radius 2 Pixels করে দেই।
সিলেক্ট করা হয়ে গেলে Ctrl+Shift+I প্রেস করে অথবা Select থেকে Inverse সিলেক্ট করে , অংশটুকুর বাহিরের অংশ সিলেক্ট করতে পারি।
এবারে Delete প্রেস করে লেয়ারের বাইরের অংশটুকু ডিলিট করে দেই।
সাদা কালার দিয়ে বাইরের অংশটুকু পূরণ করে দিতে পারি।
এবারে লেয়ার 1 সিলেক্ট করে চিত্রের মত সাদা অংশটুকু রিমুভ করে দেই।
এবারে Layer 1 এবং Tiger লেয়ার Merge করে দেই।
নতুন লেয়ারের লেয়ার স্টাইল থেকে Drop Shadow থেকে উপরের মত সেটিংস করে নেই।
লেয়ারটিকে রেটারসাইজ করে নেই।
আরো একটা ছবিকে এমন স্টাইল দিতে পারি।
আগের মতই একটা নতুন লেয়ার নিয়ে একটা বর্ডার ক্রিয়েট করি।
আবারো Free Transform থেকে উপরের মত প্রসেসটি করে নেই।
Dog লেয়ারে উপরের মত অংশটুকু সিলেক্ট করে নেই।
আগের মতই বাইরের অংশটুকু ডিলিট করি।
Eraser Tool দিয়ে মাঝের সাদা অংশটুকু সাবধানতার সাথে ডিলিট করি।
বর্ডার লেয়ার ও ডগ লেয়ার মার্জ করি, এবং নতুন মার্জ করা লেয়ারের লেয়ার স্টাইল আগের বাঘের লেয়ার স্টাইলের মত সেট করি।
এখন ব্যকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে একটা গ্রেডিয়ান্ট কালার দিতে পারি।
এভাবেই আমরা একটা টুডি ছবিকে টুডির ভিতরেই থ্রিডির লুক দিতে পারি। ধন্যবাদ!
আমারা সাথে যোগাযোগ করতে পারেন। skype ID: skmirajbn
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
ভাই অনেক ধন্যবাদ আপনাকে ।