আসসালামুওয়ালাইকুম।
আজ আমি ফটোশপের দুনিয়া শীর্ষক চেইন টিউনের ২ নাম্বার পর্বে ফটোশপের Vanishing Poit টুল নিয়ে আলোচনা করব। এই নতুন ফিচারটি ফটোশপের ৭.০ ভার্শনে নেই। এটির সাহায্যে ছবিতে থাকা যেকোন বস্তুকে রিমুভ করে ফেলা যায়। আসলে এর কাজ বোঝার জন্য ভিডিও টিউটরিয়ালই বেশী উপযোগী।
আমি এই টিউটোরিয়ালে একটা ছবি থেকে একটা নিদ্রিষ্ট বস্তুকে কিভাবে সরিয়ে ফেলা যায় তা নিয়ে আলোচনা করব। ফটোশপ ৭.০ তে আমরা এই কাজটি স্ট্যাম্প টুলের সাহায্যে করতে যাই কিন্তু সমান্তরালভাবে প্রকৃতিতে বস্তুটি না থাকলে সেই রিমুভ করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে আমরা ফটোশপ এর লেটেস্ট ভার্শনে এই কাজটি বেশ সহজেই করতে পারব।
আমি টিউটোরিয়ালে এই ছবিটি ব্যবহার করেছি>> আপনারা চাইলে প্রাকটিস করার জন্য এই ছবিটি সংগ্রহে রাখতে পারেন।
এই ছবি থেকে কুকুরের পাশের ব্রাশ ও পাইপ সরাতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে এটা করা যায়। ও হ্যাঁ এটা আমার ফটোশপের প্রথম টিউটরিয়াল কোন ভুল হলে ক্ষমা করবেন। আশাকরি যারা এই ভিডিওটি দেখবেন তারা একটা লাইক দিবেন।
ভালো লাগলে সবার কমেন্ট আশা করছি। ধন্যবাদ!
সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আস্তে পারেন।
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
ভাই সবাই ভিডিও দেখতে পারে না যেমন ধরুন আমি গ্রামে থাকি এখানের নেট স্পীদ ১৫-২০KB র ১জিবি দাম ৩৬০টাকা ,তাই অনুরধ করব লিখে টিউন করবার জন্য