ফটোশপের দুনিয়া [পর্ব – ০২] :: উধাও করো যে কোন কিছু Introducing Photoshop Vanishing Point (ভিডিও টিউন)

আসসালামুওয়ালাইকুম।

আজ আমি ফটোশপের দুনিয়া শীর্ষক চেইন টিউনের ২ নাম্বার পর্বে ফটোশপের Vanishing Poit টুল নিয়ে আলোচনা করব। এই নতুন ফিচারটি ফটোশপের ৭.০ ভার্শনে নেই। এটির সাহায্যে ছবিতে থাকা যেকোন বস্তুকে রিমুভ করে ফেলা যায়। আসলে এর কাজ বোঝার জন্য ভিডিও টিউটরিয়ালই বেশী উপযোগী।

আমি এই টিউটোরিয়ালে একটা ছবি থেকে একটা নিদ্রিষ্ট বস্তুকে কিভাবে সরিয়ে ফেলা যায় তা নিয়ে আলোচনা করব। ফটোশপ ৭.০ তে আমরা এই কাজটি স্ট্যাম্প টুলের সাহায্যে করতে যাই কিন্তু সমান্তরালভাবে প্রকৃতিতে বস্তুটি না থাকলে সেই রিমুভ করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে আমরা ফটোশপ এর লেটেস্ট ভার্শনে এই কাজটি বেশ সহজেই করতে পারব।

আমি টিউটোরিয়ালে এই ছবিটি ব্যবহার করেছি>> আপনারা চাইলে প্রাকটিস করার জন্য এই ছবিটি সংগ্রহে রাখতে পারেন।

এই ছবি থেকে কুকুরের পাশের ব্রাশ ও পাইপ সরাতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে এটা করা যায়। ও হ্যাঁ এটা আমার ফটোশপের প্রথম টিউটরিয়াল কোন ভুল হলে ক্ষমা করবেন। আশাকরি যারা এই ভিডিওটি দেখবেন তারা একটা লাইক দিবেন।

ভালো লাগলে সবার কমেন্ট আশা করছি। ধন্যবাদ!

সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আস্তে পারেন।

My Blog

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সবাই ভিডিও দেখতে পারে না যেমন ধরুন আমি গ্রামে থাকি এখানের নেট স্পীদ ১৫-২০KB র ১জিবি দাম ৩৬০টাকা ,তাই অনুরধ করব লিখে টিউন করবার জন্য

    Level 0

    @রনি মনে হয়: আপনি কম কোয়ালিটিতে ভিডিওটি ডাউনলোড দিতে পারেন, https://www.ssyoutube.com/watch?v=q2slxtLrKXY এই লিঙ্ক এ যান । তারপর পাশে বিভিন্ন কোয়ালিটির ভিডিও ডাউনলোডের অপশন পাবেন। ৩২০p Mp4 ডাউনলোড করতে পারেন মাত্র ১৩ MB , 3GP 240p মাত্র ৮ MB। তবে 3GP কোয়ালিটি একটু খারাপ আসে। সবাই ভিডিও টিউন চায় , আর ভিডিও টিউনে সবকিছু ভালোভাবে বোঝা যায়। তবে আগামি টিউনে দুই টিউনই একসাথে করার চেষ্টা করব। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ।

Level 0

Kom quality r video te kechu bojha jabe na.
Asob video bad dia parle tune likun

    Level 0

    @felu da: okay! পরেরবারে আপনাদের কথাও মাথায় রাখব।