২০১৩ সালে অনেক সুন্দর সুন্দর ফন্ট বের হয়েছিল। সেই সব ফন্ট গুলোর মধ্যে দশটি ফন্ট লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, প্রিন্ট ডিজাইন এর জন্য আমার কাছে সবচেয়ে সুন্দর ও উপযুক্ত মনে হয়েছে। প্রত্যেকটা গ্রাফিক্স ডিজাইনারের ই এইগুলো দেখা উচিৎ। যারা নতুন গ্রাফিক্স ডিজাইন করছে বা শিখছে তাদের ও এই ফন্ট গুলো সংগ্রহে রাখা উচিৎ। এই ফন্ট গুলো সবাই তাদের পরবর্তী কাজ গুলোতেও ব্যবহার করতে পারবে।
এখানে সেই দশটি ফন্ট এর একটি সংগ্রহ ছবি সহকারে দিয়ে দিয়েছি। সবাই তা বিনামুল্যেই ডাউনলোড করে নিতে পারবেন (ফাইল গুলো 4shared.com এর মাধ্যমে শেয়ার করা।) এই সব ফন্ট গুলো বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্ক থেকে সংগ্রহ করা হয়েছে। আমি আশা করছি এইগুলো সবার ই ভাল লাগবে। এই টি আমার ওয়েব সাইট এর প্রথম পোস্ট, আশা করছি পরবর্তিতে আরও নতুন নতুন ফন্ট এর ডাউনলোড লিঙ্ক দিতে পারব।
আমি আরিফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a self taught Bangladeshi Graphic designer. working as an Graphics Designer and SEO Team lead in ABAC Technologies LTD. I will provide blog, tutorial, resourse, freebies, lifestyle news and many more in my site. So keep in touch.
ওনেক ধন্যবাদ । সুন্দর একটা Collection দেবার জন্য