PHOTOSHOP-এ বাংলা লেখার পদ্ধতি। (অভ্র SETUP থাকলেও আমরা বাংলা লিখতে পারিনা)।

নমস্কার বন্ধুরা ।
 আজ একটি খুদ্র টিপস শেয়ার করবো।
আপনাদের দোয়ায় আল্লাতালার ইচ্ছায় আমি ভালো আছি।
এবার কাজের কথায় আসি।অনেক সময় অভ্র setup দেওয়া থাকলেও
photoshop-এ বাংলা text লিখতে পারি না।এজন্য আমাদের খুব ঝামেলায় পড়তে হয়।
তো আমরা সামান্য একটু কাজ করলে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি।
আসুন পদ্ধতি গুলি দেখি। 
 
photoshop ওপেন করে নিন।
এবার টুল বার থেকে text সিলেক্ট করে নিন।
এবার PHOTOSHOP-র FRONT থেকে SIYAM RUPALI ANSI ফ্রন্টটি সিলেক্ট করে নিন।
তাও যদি বাংলা ঠিক ভাবে লিখতে না পারেন।
DESKTOP-এ থাকা অভ্র টুলবারের উপর ক্লিক করুন এখানে থেকে OPTION-এ ক্লিক করুন।
এরকম একটি WINDOW পাবেন।
এখানে GLOBAL OUTPUT অপশন দেখতে পাবেন তার উপর ক্লিক করুন।
এরপর OUTPUT AS ANSI(Exprimental)অপশনে টিক দিন।

 

এখানে USE ANSI ANYWEY ক্লিক করে apply ok করে বেরিয়ে আসুন।

এবার আরামসে PHOTOSHOP-এ বাংলা লিখুন।

 

নিচের চিত্রটি দেখুনঃ-

 

 

যদি আমার এই প্রয়াসটি কারও কাজে লাগে দয়া করে কমেন্ট করবেন।


ধন্যবাদ সবাইকে।ভালো থাকবেন ।

Level 0

আমি SOUMITRA। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks a lot…. priyote….. kaje dibe

Shift + F12 চাপলেই আনসি মুড চালু হয়। অথবা গিয়ার চিহ্নতে ক্লিক করে মুড চেঞ্জ করা যায়।

Font Install এর পর-ও ফন্ট এর নাম না দেখালে অথবা আংশিক Siyam Rupali দেখালে
Siyam Rupali ANSI লিখে দিতে হবে।

ধন্যবাদ, পদ্ধতিটা কাজ করেছে।

    Level 0

    @Md.Abid Hasan: @Md.Abid Hasan: @Md.Abid Hasan: ধন্যবাদ